shono
Advertisement

Breaking News

Koushani Mukherjee

খোপায় পলাশ, কপালে চন্দন, 'বহুরূপী' লুকে বাজিমাত কৌশানীর, পুজোর বক্স অফিস কাঁপাবে 'ঝিমলি'

নন্দিতা-শিবপ্রসাদের 'বিগ ফ্রাইডে' চমক!
Published By: Sandipta BhanjaPosted: 12:10 PM Jul 19, 2024Updated: 02:24 PM Jul 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার অভিনেতারা বর্তমানে চরিত্র নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করছেন। আদ্যোপান্ত কমার্শিয়াল সিনেমার মুখদের এখন ভিন্নস্বাদের সিনেমায় দেখা যাচ্ছে। ছকভাঙা চরিত্রে অভিনয় করে যেমন তাঁরা দর্শকদের নজর কাড়ছেন, তেমন সিনেসমালোচকদের কলমেও প্রশংসিত হচ্ছেন। সেই তালিকায় যে এবার নবতম সংযোজন কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee), তা 'বহুরূপী' নতুন মোশন পোস্টারেই বুঝিয়ে দিলেন অভিনেত্রী।

Advertisement

গত বছরের পুজোয় বক্স অফিসের গেম চেঞ্জার টলিপাড়ার সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'রক্তবীজ'। আর এবার চলতি বছরের পুজোতেও বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন এই জুটি। ২০২৪ সালের পুজোয় মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি 'বহুরূপী' (Bohurupi)। এবার সেই সিনেমায় কৌশানী মুখোপাধ্যায়ের লুক প্রকাশ্যে এনে 'বিগ ফ্রাইডে' চমক দিলেন নন্দিতা-শিবপ্রসাদ! খোপায় সাজানো বনপলাশ। কপালে চন্দন। নাকে নোলক। 'বহুরূপী'র নতুন মোশন পোস্টারে মিষ্টি হাসিতে মন কাড়লেন কৌশানী। 'ঝিমলি'র ভূমিকায় পুজোর বক্স অফিস কাঁপাবেন তিনি। প্রথমবার উইন্ডোজ-এর সিনেমার কৌশানী মুখোপাধ্যায়। ডিগ্ল্যাম চরিত্রে তিনি যে দর্শকদের মন কাড়বেন, মোশন পোস্টারের লুকেই তা বেশ বোঝা গেল।

‘আবার প্রলয়’ সিরিজে ‘মোহিনী মা’য়ের চরিত্রে নজর কেড়েছিলেন কৌশানী। সেই সিরিজে অভিনেত্রীর ক্যারাটের মারপ্যাঁচ দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। শুধু তাই নয়, মোহিনী মায়ের চরিত্রের জন্য ঠিক যেরকম বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন ছিল, সেরকমটাই রপ্ত করেছিলেন কৌশানী। এবার নন্দিতা-শিবপ্রসাদের 'বহুরূপী'র ক্ষেত্রেও যে তাঁর অন্যথা হবে না, বেশ বোঝা যাচ্ছে। দিন কয়েক আগেই রথযাত্রার দিন SI সুমন্তর ভূমিকায় আবির চট্টোপাধ্যায়ের লুক প্রকাশ্যে এনেছিল উইন্ডোজ প্রযোজনা সংস্থা। আর এক সপ্তাহ বাদে এবার কৌশানীকে দেখা গেল 'ঝিমলি' লুকে।

[আরও পড়ুন: মুছলেন ‘সেনগুপ্ত’ পদবী, মনখারাপের পোস্ট! যিশু-নীলাঞ্জনার সুখের সংসারে ভাঙন?]

সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘বহুরূপী’। এই ছবিতে অভিনয় করেছেন পরিচালক শিবপ্রসাদও। স্মৃতির পাতা ঘেঁটে তিনি জানিয়েছিলেন, "বহুরূপী। ২০১২ সালের ভাবনা। ১২ বছরের অপেক্ষা। অবশেষে শুটিং শেষ হল। ৩২ দিনের শুটিং, ৭৮ টি লোকেশন, ইউনিট মেম্বারদের অক্লান্ত পরিশ্রম। কখনও ঝড়, কখনও বৃষ্টি, কখনও ৪৫ ডিগ্রি টেম্পারেচার, সব কিছু মাথায় নিয়ে তারা কাজ করেছে। ছিল অ্যাক্সিডেন্ট, তার পর অপেক্ষা, তার পর ফিরে আসা। সব কিছু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আর মা অন্নপূর্ণার আশীর্বাদে। দেখা হবে পুজোতে, বড়পর্দায়। চেষ্টা করব আপনাদের মন ভরাতে।"

[আরও পড়ুন: পুড়ছে বাংলাদেশ, জ্বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়! অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে কী বলছেন মিথিলা, স্বস্তিকারা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৪ সালের পুজোয় মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি 'বহুরূপী'
  • এবার সেই সিনেমায় কৌশানী মুখোপাধ্যায়ের লুক প্রকাশ্যে এনে 'বিগ ফ্রাইডে' চমক দিলেন নন্দিতা-শিবপ্রসাদ!
  • 'বহুরূপী'র নতুন মোশন পোস্টারে মিষ্টি হাসিতে মন কাড়লেন কৌশানী।
Advertisement