সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন ঘিরে উত্তাল দেশের ক্রিকেটমহল। হার্দিক ফিরতেই জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) মুম্বই ইন্ডিয়ান্সকে আনফলো করেছেন। সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন তিনি। সেই সব পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। বুমরাহর পোস্ট দেখার পরে অনেকেই মনে করছেন, হার্দিকের প্রত্যাবর্তন আঘাত করেছে তাঁকে।
একই সুর ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্তের (Krishnamachari Srikkanth) গলাতেও। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, ”জশপ্রীত বুমরাহর মতো ক্রিকেটার পাওয়া কঠিন। সে সাদা বলে হোক বা লাল বলে। যারা রয়েছে, তাদের মধ্যে অন্যতম সেরা। বিশ্বকাপে নিজেকে উজার করে দিয়েছে বুমরাহ। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ছিল ও। ওর হয়তো খারাপ লাগতে পারে। আঘাত লাগতে পারে। বুমরাহ হয়তো মনে করেছিল ও মুম্বই ইন্ডিয়ান্সে থেকে যাবে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি মেতে উঠেছে এমন এক খেলোয়াড়কে নিয়ে যে আগে ছেড়ে দিয়ে আবার ফিরে এল এখন। পৃথিবীর সব থেকে বড় জিনিস হিসেবে প্রতিপন্ন করা হচ্ছে তাকে।”
[আরও পড়ুন: ‘মোটা ভাই, ভোট নাই’, শাহী সভার পালটা তৃণমূলের পোস্টার-ব্যানারে ভরল কলকাতা]
রবিবার দলীয় তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মুম্বই ইন্ডিয়ান্স রিটেইন করেছে বুমরাহকে। তবে নিলামের আগে ট্রেড উইন্ডো বন্ধ হবে ১২ ডিসেম্বর। বুমরাহ মুম্বই ছেড়ে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে চলেও যেতে পারেন। এমন কথাও শোনা যাচ্ছে। বুমরাহকে নিয়ে প্রশ্ন অনেক। কিন্তু এই মুহূর্তে তার উত্তর জানা নেই।