shono
Advertisement

সানি লিওনকে বিয়ে করতে চান আমির!

বলিপাড়ায় সকলেই যখন পর্নস্টার হওয়ার সুবাদে সানির ছোঁয়াচ বাঁচিয়ে চলতে চান, তখন ব্যতিক্রম আমির৷ কিন্তু তাই বলে তাঁকে বিয়ে করতেও চান তিনি! The post সানি লিওনকে বিয়ে করতে চান আমির! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:36 PM Nov 07, 2016Updated: 02:06 PM Nov 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাক্ষাৎকার দিতে গিয়ে যখন হেনস্তার শিকার সানি লিওন, তখন পাশে এসে দাঁড়িয়েছিলেন আমির খান৷ পরে তাঁর ছবির সেটে আমন্ত্রণও জানিয়েছিলেন সানি ও তাঁর স্বামীকে৷ বলিপাড়ায় সকলেই যখন পর্নস্টার হওয়ার সুবাদে সানির ছোঁয়াচ বাঁচিয়ে চলতে চান, তখন ব্যতিক্রম আমির৷ কিন্তু তাই বলে তাঁকে বিয়ে করতেও চান তিনি! সম্প্রতি এমনই অভিযোগ উঠল তাঁর নামে৷

Advertisement

দিওয়ালির পার্টিতেও সানি ও ড্যানিয়েলকে নিমন্ত্রণ করেছিলেন আমির৷ আর তাতেই তাঁর নামে উঠেছে এ কথা৷ যিনি এ অভিযোগ তুলেছেন তিনি অবশ্য স্বনামধন্য, স্বঘোষিত চিত্র সমালোচক কামাল আর খান৷ দিওয়ালি পার্টিতে সানিকে নিমন্ত্রণের জন্যই আমিরকে তীব্র আক্রমণ শানিয়ে কামাল লিখেছেন, আমির যদি সানিকে বিয়েও করেন তাহলে তিনি অবাকও হবেন না৷ এমনকী এ জন্য যদি কিরণকে ডিভোর্সও করতে হয় তাহলেও নাকি রাজি হয়ে যাবেন আমির৷ কামালের অভিযোগ, পর্নস্টারের সঙ্গে এমন মাখোমাখো সম্পর্ক রাখার জন্য লজ্জা হওয়া উচিত আমিরের৷

আরও একধাপ এগিয়ে আমিরের ধর্মাবলম্বন নিয়েও প্রশ্ন তুলেছেন কামাল৷ তাঁর অভিযোগ, নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতেই সানিকে প্রমোট করছেন আমির, তবে করে ভুল করছেন৷ কেননা এতে হিতে বিপরীত হবে৷ আমিরের দঙ্গল এত বিপাকে পড়বেও বলে মনে করছেন তিনি৷

বলিপাড়ায় অজয়-করণ বিবাদের মূলে ছিলেন এই কামাল আর খানই৷ হঠাৎ তিনি কেন আমিরকে নিয়ে পড়লেন, তা নিয়ে ধন্দে অনেকে৷ কামালের টুইট বাণে যতই বিবাদ ঘনাক, প্রমোশন পেয়েছিল করণ ও অজয়ের ছবি দুটি৷ সামনেই দঙ্গল-এর মুক্তি৷ তবে কি আমির, সানিকে নিয়ে বিতর্ক উসকে দিয়ে দঙ্গলেরই প্রমোশন করছেন কামাল? সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না বলিপাড়া৷

The post সানি লিওনকে বিয়ে করতে চান আমির! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement