shono
Advertisement

পাক নজরদারিতে কনস্যুলার অ্যাকসেস, কুলভূষণ মামলায় নয়া চাল ইসলামাবাদের

পাকিস্তানের সিদ্ধান্ত ভিয়েনা চুক্তির বিরোধী, সরব ভারত। The post পাক নজরদারিতে কনস্যুলার অ্যাকসেস, কুলভূষণ মামলায় নয়া চাল ইসলামাবাদের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:48 PM Aug 01, 2019Updated: 05:53 PM Aug 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুলভূষণ মামলায় আরও একধাপ এগিয়ে গেল ভারত৷ অবশেষে পাকিস্তানের সংশোধনাগারে ভারতীয় বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন কূটনীতিকরা৷ আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশ মেনে এদিনই এই অধিকারদানের কথা জানিয়েছে ইসলামাবাদ৷ শুক্রবারই তাঁর সঙ্গে সাক্ষাত করতে পারেন ভারতীয় কূটনীতিকরা৷ তবে সেই সাক্ষাৎ নিয়ে সংশয় থাকছেই৷ কারণ, পাকিস্তানের এক প্রতিনিধির নজরদারিতে সেই সাক্ষাৎপর্ব হবে৷ যদিও জেনেভা চুক্তি অনুযায়ী, এক্ষেত্রে ভিনদেশের কারও উপস্থিত থাকার কথা নয়৷ সেক্ষেত্রে কথোপকথন বা তথ্য জোগাড়ের কাজ ব্যাহত হবে৷ যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে ভারত৷

Advertisement

এ নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার জানিয়েছেন, ‘ইসলামাবাদের এই প্রস্তাব আমরা খতিয়ে দেখছি৷ কূটনৈতিক নিয়মকানুন মেনেই আমরা গোটা যোগাযোগ ব্যবস্থা রক্ষা করব৷’

[আরও পড়ুন : বিনোদন পার্কে সুনামি! দেখুন হাড়হিম করা ভিডিও]

ভারতীয় ব্যবসায়ী তথা প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদব মামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক স্তরের লড়াই জমে উঠছিল বছর কয়েক ধরে৷ নিজেদের মধ্যে এই মামলার সমাধান করতে না পেরে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয় ভারত৷ তখন বিদেশমন্ত্রক সামলাতেন সুষমা স্বরাজ৷ ভারতের হয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতে সওয়াল করেন দুঁদে আইনজীবী হরিশ সালভে৷ তাঁরই সুনিপুণ যুক্তিজালে আইনি লড়াইয়ে পিছু হঠতে থাকে পাকিস্তান৷ শেষমেশ ১৭ জুলাই আন্তর্জাতিক আদালত ভারতের পক্ষেই রায় দেয়৷ জানানো হয়, কুলভূষণের সঙ্গে সংশোধনাগারে দেখা করার অনুমতি পাবেন ভারতীয় কূটনীতিকরা৷

ইরানের চাবাহারে ব্যবসার স্বার্থে গিয়ে সেখানে পাকিস্তান সেনার হাতে ধরা পড়েন ভারতীয় ব্যবসায়ী কুলভূষণ যাদব৷ তাঁকে গুপ্তচরবৃত্তির অভিযোগে সোজা পাকিস্তানের জেলে পুরে দেওয়া হয়৷ এমনকী পাকিস্তানের সামরিক আদালত তাঁর মৃত্যুদণ্ডেরও নির্দেশ দেয়৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয় ভারত৷ পাক সামরিক আদালতের নির্দেশই খারিজ হয়ে যায় আইসিজেতে৷ কুলভূষণকে কনস্যুলার অ্যাকসেসের অধিকার না দিয়ে ভিয়েনা চুক্তি খারিজ করেছে বলে আদালত পাকিস্তানকে ভর্ৎসনা করে৷ কুলভূষণকে কূটনৈতিক সুবিধা দিতে হবে বলে নির্দেশ দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত৷

[আরও পড়ুন : মৃত ওসামাপুত্র হামজা বিন লাদেন, দাবি আমেরিকার]

সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার ইসলামাবাদ জানিয়ে দিল, শুক্রবারই তাঁর সঙ্গে দেখা করতে পারবেন কূটনীতিকরা৷ এই খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, ‘সত্য এবং ন্যায়ের জয় হয়েছে৷ আমি নিশ্চিত, কুলভূষণ যাদবের জয় হবেই৷’ তবে কনস্যুলার অ্যাকসেস পেলেও, কুলভূষণের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা থাকছেই৷

The post পাক নজরদারিতে কনস্যুলার অ্যাকসেস, কুলভূষণ মামলায় নয়া চাল ইসলামাবাদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement