shono
Advertisement
Kumar Shanu

সুন্দরবনে গানের শুটিংয়ে কুমার শানু, ভক্তদের সঙ্গে তুললেন সেলফি

গায়ককে সামনে থেকে দেখার জন্য ভিড় করেন সাধারন মানুষ। শিল্পীও ছিলেন খোসমেজাজে।
Published By: Suhrid DasPosted: 01:35 PM Dec 13, 2024Updated: 01:53 PM Dec 13, 2024

দেবব্রত মণ্ডল, বারুইপুর : শীতের মরশুমে সুন্দরবনের মাটিতে গানের ভিডিও শুটিংয়ে কুমার শানু। বৃহস্পতিবার সকালে গায়ক সুন্দরবন গিয়ে পৌঁছন। দিনভর এলাকার বিভিন্ন লোকেশনে শুটিং তাঁর।

Advertisement

কুমার শানুর নিজের একটি ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলের  একটি গানের জন্যই  ওই ভিডিও শুট। লোকেশন হিসেবে সুন্দরবনের নদী ও আশপাশের একাধিক জায়গাকে বাছাই করা হয়। এদিন সকালে টিম নিয়ে কুমার শানু সোনাখালি ঘাটে পৌঁছন।

শিল্পীকে কাছ থেকে দেখার জন্য সকাল থেকেই বহু সাধারণ মানুষ উৎসুক হয়ে ওঠেন। নদীর ধারে, ঘাটে বাসিন্দারা ভিড় করতে থাকেন। তাঁদের ঘাটের নির্দিষ্ট জায়গায় আটকে দেওয়া হয়। তাঁর মধ্যেই বহু সাধারণ মানুষকে শিল্পীর সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। ভক্তদের হতাশ করেননি শিল্পী। ছবি তোলার পাশাপাশি বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন শানু।

কুমার শানুর জন্য নির্দিষ্ট লঞ্চ রাখা ছিল। ভক্তদের আবদার মিটিয়ে লঞ্চে উঠে যান শিল্পী।  শুটিংয়ের জন্য এলাকার বিভিন্ন লোকেশনে বেরিয়ে যান। পুলিশের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুন্দরবনের মাটিতে কুমার শানু।
  • শীতের মরসুমে সুন্দরবনের মাটিতে গানের ভিডিও শ্যুটের জন্য গেলেন তিনি।
  • দিনভর তিনি এলাকার বিভিন্ন জায়গায় শ্যুটিং করবেন।
Advertisement