shono
Advertisement

ম্যারাথনের রঙে আরও রঙিন অযোধ্যা পাহাড়, ‘রান ফর ট্রাইবালস’এ চাঁদের হাট

মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় রামিরেজ ব্যারাটো, 'সোনার মেয়ে' পিঙ্কি প্রামানিক সকলের উপস্থিতিতে এই ম্যারাথন আরও রঙিন হয়ে ওঠে।
Posted: 07:35 PM Feb 25, 2024Updated: 07:43 PM Feb 25, 2024

সুমিত বিশ্বাস, অযোধ্যা পাহাড় (পুরুলিয়া): রান ফর ট্রাইবালস। অযোধ্যা পাহাড়ের (Ayodhya Hill) পর্যটনকে যেন দেশ-বিদেশের কাছে আরও এক ধাপ এগিয়ে দিল। ম্যারাথনের রঙ যে এমনই! পুরুলিয়ার (Purulia) অযোধ্যা হিলটপে পর্যটন সংস্থা কুশল পল্লির তত্ত্বাবধানে এ এক অন্য ম্যারাথন যেন এই বসন্তে পাহাড়কে রাঙিয়ে দেওয়াই শুধু নয়। সোনার মেয়ে পিঙ্কি প্রামাণিকের পর এই বিস্তীর্ণ পাহাড়-পাহাড়তলিতে থমকে যাওয়া দৌড় যেন অতীতের চেনা ছন্দে আরও গতিশীল হল। তাই তো আয়োজক সংস্থা কুশল এডুকেশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান নরেশ আগরওয়াল বলেন, “এই ম্যারাথনের সমস্ত সফল প্রতিযোগীকে প্রশিক্ষণ দিয়ে তাদের যাতে অলিম্পিকের মতো বৃহত্তর মঞ্চে সুযোগ করে দেওয়া যায় সেটাই লক্ষ্য আমাদের।”

Advertisement

অযোধ্যা পাহাড়ে ‘রান ফর ট্রাইবালস’-এ যোগ দিলেন অনেকেই। নিজস্ব চিত্র।

আসলে শুধু পর্যটন নয়। অযোধ্যা পাহাড়ের সামগ্রিক উন্নয়নের বার্তা দিতে রবিবার ‘রান ফর ট্রাইবালস’ (Run for Tribals) উপলক্ষে এমন মেগা আয়োজন দেখল এই জঙ্গলমহল। যেখানে বলিউড-টলিউড তারকা থেকে রাজ্যের মন্ত্রী-আমলা, জনপ্রতিনিধি সর্বোপরি তারকা খেলোয়াড়রা হাজির ছিলেন। তাই ব্রাজিলিয়ান ফুটবলার তথা মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় রামিরেজ ব্যারাটো (José Marcio Ramirez Barreto) বলেন, “ম্যারাথনকে ঘিরে অযোধ্যা পাহাড়ের এমন আবহ দেখি আমি অভিভূত হয়ে গেলাম। এই অযোধ্যা পাহাড়ের মানুষের উৎসাহের জন্যই এই ম্যারাথন সর্বাত্মক সফল হল।” তাতে আরও রাঙিয়ে দিলেন বলিউড অভিনেতা, সেলিব্রিটি রানার রণবিজয় সিং। তাঁর কথায়,”রান ফর ট্রাইবালসকে ঘিরে এই পাহাড়ের এত উৎসাহ-উদ্দীপনা দেখে আমিও ৫ কিমি দৌড়ে অংশ নিলাম। এই ম্যারাথন যেন অযোধ্যা পাহাড়ের পর্যটনকে দেশ-বিদেশের কাছে আরও এগিয়ে দিল।”

[আরও পড়ুন: বিজেপিতে যোগ বিএসপি সাংসদের, লাইনে আরও ৩, তাসের ঘরের মতো ভাঙছে মায়াবতীর দল

আর তাতেই পাহাড় যেন উচ্ছ্বসিত। রণবিজয়, ব্যারেটোকে নিয়ে মোবাইল ক্যামেরার ঝলকানি, অটোগ্রাফ, সেলফি নিতে হুড়োহুড়ি কিছুই বাদ গেল না এদিন অযোধ্যা হিলটপে। ১৬০০ প্রতিযোগীর মধ্যে পাহাড় এবং সন্নিহিত এলাকার ৮৫০ জন আদিবাসী ছাড়াও দিল্লি, মুম্বই, কলকাতা, ঝাড়খণ্ডের অ্যাথলিটরা এই ম্যারাথনে অংশ নেন।

১৬০০ প্রতিযোগীর মধ্যে পাহাড় এবং সন্নিহিত এলাকার ৮৫০ জন আদিবাসী ছাড়াও দিল্লি, মুম্বই, কলকাতা, ঝাড়খণ্ডের অ্যাথলিটরা এই ম্যারাথনে অংশ নেন। নিজস্ব চিত্র।

তাই এই দৌড়কে সফল করতে সেই জানুয়ারি থেকেই প্রি-রানে হাজির থেকে উৎসাহ দিয়ে যান ‘সোনার মেয়ে’ পিঙ্কি প্রামানিক। এদিন তিনি বলেন, “আজকের ম্যারাথন দেখে সত্যি মনে হচ্ছে এই অযোধ্যা পাহাড়ের সোনালি অতীত ফিরে আসছে।” পিঙ্কি যখন রোজ সকালে এই পাহাড়ের রাস্তায় দৌড়তেন, তখন এই দৌড়কে ঘিরে একটা আলাদা উৎসাহ ছিল অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি-সহ পাহাড়তলির।

[আরও পড়ুন: হাতুড়ে ডাক্তার থেকে জমি ‘লুটেরা’ শাহজাহানের ভাই সিরাজ, ‘তৃণমূলের কেউ নন’, দাবি পার্থ-সুজিতের

এদিন সেই ছবি দেখেই আপ্লুত হয়ে গেলেন ‘সোনার মেয়ে’। কুশল এডুকেশনাল ফাউন্ডেশনের ট্রাস্টি কুশল আগরওয়াল বলেন, “শুধু খেলাধূলা বা সংস্কৃতি নয়। পড়াশোনা-সহ সমগ্র ক্ষেত্রে এই পাহাড়ের যারা আলাদাভাবে নিজেদেরকে তুলে ধরবেন তাঁদেরকে আমরা পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া শিরোপায় ভূষিত করে স্কলারশিপ দেব।” এই অনুষ্ঠানে এদিন সন্ধ্যায় ১০ জন পদ্মশ্রী ও দুই মৃত পদ্মশ্রী প্রাপক পরিবারকে সম্মাননা প্রদান করে ওই আয়োজক সংস্থা। ভোর ৫ টা থেকে শুরু হওয়া প্রায় বেলা ১১ টা পর্যন্ত এই দৌড়ের কর্মযজ্ঞে হাজির ছিলেন ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং, রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, আইএস দেবাশিস সেন ও বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো।

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement