সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে নিজেদের সেরা সময় সম্ভবত দু’জনেই পেরিয়ে এসেছেন। এবার মাঠের বাইরের ‘খেলা’তেও পিছিয়ে পড়ছেন মেসি-রোনাল্ডোরা। প্রায় এক দশক বিশ্ব ফুটবলে রাজত্ব করার পর, রোজগারের নিরিখে পিছিয়ে পড়ছেন দুই তারকাই। মেসি (Leo Messi) বা রোনাল্ডো, দু’জনের কেউই আর বিশ্বের সবথেকে দামি ফুটবলার নন। তাঁদের সিংহাসনচ্যুত করে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসাবে উঠে এলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপে।
ফোর্বসের সর্বশেষ তালিকা অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তাঁর বার্ষিক আয় ১২৮ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় তা প্রায় ৯৩০ কোটি টাকার সমান। দ্বিতীয় স্থানে নেমে এসেছেন লিওনেল মেসি। তাঁর বার্ষিক রোজগার ১২০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ৯০০ কোটি টাকার কাছাকাছি। রোনাল্ডো (Cristiano Ronaldo) নেমে এসেছেন তৃতীয় স্থানে। তাঁর বার্ষিক রোজগার ১০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৮০০ কোটি টাকার বেশি।
[আরও পড়ুন: বর্ণভেদ এবং জাতিভেদ প্রথা ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, বলছেন RSS প্রধান]
এমবাপেকে ইতিমধ্যেই ভবিষ্যতের তারকা হিসাবে ধরে নিয়েছেন বহু ফুটবল বোদ্ধা। প্রতিভার নিরিখে ফ্রান্সের এই তারকার সমকক্ষ তরুণ ফুটবলার বর্তমান বিশ্বে বিরল। স্বাভাবিকভাবেই এমবাপের পিছনে বড় অঙ্কের বিনিয়োগ করছে বিনিয়োগকারীরা। তাছাড়া তাঁর নিজের ক্লাব প্যারিস সাঁ জাঁ (PSG) এমবাপেকে মেসি-নেইমারদের থেকেও বেশি বেতন দিচ্ছে। সব মিলিয়ে তরুণ এই ফরাসি তারকা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি তারকা। তুলনায় মেসি কিছুটা এবং রোনাল্ডো বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন।
[আরও পড়ুন: চার ঘণ্টায় একশো পুজো দর্শন, কার্নিভ্যালের পাসের চাহিদা তুঙ্গে]
এমবাপে, মেসি, রোনাল্ডোর পর এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলের নেইমার (Neymar Jr)। তাঁর রোজগার ৮৭ মিলিয়ন মার্কিন ডলার। রোজগারের নিরিখে এরপর যথাক্রমে রয়েছেন মহম্মদ সালাহ, এরলিং হ্যালান্ড, রবার্ট লেওনডস্কি, ইডেন হ্যাজার্ড, আন্দ্রেজ ইনিয়েস্তা এবং কেভিন ডি ব্রুইন। তবে তাৎপর্যপূর্ণভাবে এমবাপে শীর্ষস্থানে থাকলেও তাঁর রোজগারের একটা বড় অংশ আসে সরাসরি ফুটবল থেকে। সে তুলনায় ব্র্যান্ড এনডোর্সমেন্টের দিক থেকে বেশ খানিকটা এগিয়ে আছেন মেসি-রোনাল্ডোরা।