shono
Advertisement

‘লেডিলাক’-এর অনুপস্থিতিতেই হার? রাশিয়া ম্যাচে দেখাই গেল না হটেস্ট ফ্যানকে

রাশিয়ার বিদায়ের সঙ্গে রুশ রমণীকে দেখার আশাও ছাড়তে হল দর্শকদেরও। The post ‘লেডিলাক’-এর অনুপস্থিতিতেই হার? রাশিয়া ম্যাচে দেখাই গেল না হটেস্ট ফ্যানকে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:56 PM Jul 08, 2018Updated: 06:26 PM Jul 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপের হটেস্ট ফ্যান কে? এককথায় সকলেই বলে দিতে পারবেন তাঁর নাম। কারণ রুশ সুন্দরী নাতালিয়া নেমচিনোভাকে নিয়ে এবার হইচই পড়ে গিয়েছে গোটা দেশে। নেটদুনিয়াতেও এই রূপসীর চর্চা কম নয়। আর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রাশিয়া বনাম ক্রোয়েশিয়া ম্যাচে ফের উঠল তাঁর নাম।

Advertisement

রাশিয়ার প্রতিটি ম্যাচেই গ্যালারিতে উজ্জ্বল তাঁর উপস্থিতি। রাশিয়ার পতাকা হাতে, দেশের জার্সি গায়েই দেখা গিয়েছে এই লাস্যময়ী যুবতীকে। তাঁর উপস্থিতিতে প্রতিবারই এসেছে কাঙ্খিত জয়। আর ৪৮ বছর পর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল রাশিয়া। সব ম্যাচেরই সাক্ষী ছিলেন নাতালিয়া। কিন্তু শনিবারের ম্যাচে ক্যামেরার লেন্স তাঁকে খুঁজে পায়নি। আর সেই দিনই বিশ্বকাপ থেকে ছিটকে গেল তাঁর দেশ। বিষয়টা কাকতালীয় হলেও অনেকেই বলছেন, নাতালিয়া শুধু রাশিয়ার হটেস্ট ফ্যানই নন, লাকিয়েস্টও বটে। তাই তো তাঁর গরহাজিরে জয়ের মুখই দেখা হল না রাশিয়ার। অর্থাত লেডিলাক ফাঁকি দিতেই বিপাকে পড়তে হল রুশদের।

[এ কেমন স্বাদ! রাশিয়ার বিয়ারে মন মজল না বাঙালিদের]

এবারের বিশ্বজয়ের ট্রফি যদি রাশিয়ার ঘরে ওঠে, তবে ফুটবলারদের সঙ্গে নগ্ন হয়ে ছবি তুলবেন। টুর্নামেন্টের শুরুতে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন ২৮ বছরের নাতালিয়া। যদিও রাশিয়া বিদায়ের সঙ্গে সঙ্গে সে দৃশ্য আর দেখা হল না দুনিয়ার। এর মধ্যে আবার বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন। একটি পর্ন ভিডিও ভাইরাল হয়। সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে ফুটবলপ্রেমীদের জাতীয় ‘ক্রাশ’ নাতালিয়া আসলে একজন পর্নস্টার। তারপরই বিতর্কের ঝড় ওঠে। রাশিয়ান রমণী সাফ জানিয়ে দেন, এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

 

স্বল্পবসনা যুবতী মাথায় মুকুট ও মিষ্টি হাসি দিয়ে মন ভুলিয়েছিলেন ফুটবলপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তারকায় পরিণত হয়েছিলেন। কিন্তু কেন তিনি শেষ আটের ম্যাচ দেখতে এলেন না? সে উত্তর এখনও মেলেনি। তিনি আদৌ অনুপস্থিত ছিলেন কিনা, তাও জানা যায়নি। তবে নাতালিয়ার অনুস্থিতিতেই যেন হ্যাপি এন্ডিং হল না রাশিয়ার। আর রুশদের বিদায়ের সঙ্গে তাঁকে দেখার আশাও ছাড়তে হল দর্শকদেরও।

[কেরিয়ারের সবচেয়ে হতাশার মুহূর্ত, বিদায়বেলায় নেইমারের পোস্ট দেখে চোখে জল ব্রাজিল ভক্তদের]

The post ‘লেডিলাক’-এর অনুপস্থিতিতেই হার? রাশিয়া ম্যাচে দেখাই গেল না হটেস্ট ফ্যানকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement