সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান শোনানোর মাঝেই স্কার্টের ভিতরে হাত! মুম্বইয়ের জনপ্রিয় প্রবীণ শিল্পীর রাজেশ রোশনের বিরুদ্ধে আপত্তিকরভাবে স্পর্শের অভিযোগ লগ্নজিতা চক্রবর্তীর (Lagnajita Chakraborty)। সম্প্রতি এক পডকাস্ট চ্যানেলে মুম্বইয়ের সেই দুর্বিষহ অভিজ্ঞতার কথা ভাগ করে নেন বাংলার গায়িকা।
বিনোদুনিয়ায় কাস্টিং কাউচের ঘটনা নতুন নয়! বিভিন্ন সময়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির নায়িকারা তাঁদের অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন। এবার নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শোনালেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। তিনি এর আগেও কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন। এবার মুম্বইয়ে কাস্টিং কাউচ এবং যৌন হেনস্তা নিয়ে সরব লগ্নজিতা। 'স্ট্রেট আপ উইথ শ্রী- ভয়েজ ফর চেঞ্জ' পডকাস্টে এসে গায়িকা বলেন, "এমন একটা নাম বলছি, যাঁকে সবাই চেনেন। কিন্তু তাতে কারও কিছু এসে-যায় না। তিনি স্বয়ং হৃতিক রোশনের কাকা রাজেশ রোশন (Rajesh Roshan)। উনি একজন মিউজিক ডিরেক্টর। আমি যখন মুম্বইতে থাকতাম, আমায় উনি সান্তাক্রুজে ডেকেছিলেন। ওঁর বাড়িতেই। বড়লোকের বাড়ি যেমন হয়, সাজানো-গোছানো। একটু আগেরদিনের মতো, ঝাড়-লণ্ঠন রয়েছে। এরপর একটা রুমে নিয়ে গেলেন। মিউজিক রুম। আমিও বসে আছি, উনিও বসে আছেন। পিয়ানো এবং অন্যান্য সব বাদ্যযন্ত্র রয়েছে। আমাকে বললেন, তোমার গান শোনাও। ততদিনে আমি অনেকগুলো বিজ্ঞাপনের জিঙ্গলস গেয়ে ফেলেছি। আমি ইউটিউবে আমার গান সার্চ করছিলাম।..." এরপরই ঘটে সেই অনভিপ্রেত ঘটনা।
লগ্নজিতার সংযোজন, "আমি একটা স্কার্ট পরে গিয়েছিলাম। আমার পরিস্কার মনে আছে, উনি আস্তে আস্তে আমার দিকে আসছিলেন। আমিও দেখতে পাচ্ছি উনি আসছেন। আমি ভাবছি, আসুন... দেখি কতটা আসেন, আর কতটা কী করেন! কিন্তু কিছু বুঝে ওঠার আগেই.. ক্যামেরায় কথাটা বলতে আমার খারাপই লাগছে... উনি হাতটা আমার স্কার্টের মধ্যে দিয়ে জাস্ট ভিতরে ঢুকিয়ে দিলেন।" 'স্ট্রেট আপ উইথ শ্রী' পডকাস্টের লগ্নজিতার পর্বের সেই ছোট্ট ভিডিও ক্লিপ বর্তমানে দেদার গতিতে ভাইরাল। নেটপাড়াও হতবাক লগ্নজিতার মুখে রাজেশ রোশনের এমন কীর্তিকলাপ শুনে।