সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি ইউ টিউব চ্যানেলে এসে টিম ইন্ডিয়ার (Team India) একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। আর এবার আরও বড় বিস্ফোরণ ঘটালেন ভারতীয় দলের প্রাক্তন পেসার। প্রবীণ কুমারের (Praveen Kumar) দাবি প্রাক্তন আইপিএল (IPL) কমিশনার ললিত মোদি (Lalit Modi) নাকি তাঁর কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন! এর আগে সেই একই অনুষ্ঠানে ভারতীয় দলের একাধিক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।
২০০৮ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (Royal Challengers Bangalore) ছিলেন প্রবীণ। বিরাট কোহলির (Virat Kohli) দলে থাকার প্রসঙ্গ নিয়ে আলোচনা উঠলে প্রবীণ বলেন,”আমি আরসিবি-র হয়ে একেবারেই খেলতে চাইনি। কারণ বেঙ্গালুরু আমার বাড়ি থেকে অনেক দূরে ছিল। তাছাড়া আমি ইংরেজি জানতাম না এবং খাবার আমার পছন্দমতো ছিল না। দিল্লি আমার শহর মিরাটের খুব কাছাকাছি। বাড়ি যেতে আসতে সুবিধা হত। কিন্তু আমার কথাকে গুরুত্ব দেওয়া হয়নি।”
[আরও পড়ুন: ‘ভারতীয় দলে সবাই মদ্যপান করে!’, কাদের দিকে আঙুল তুললেন ধোনির প্রাক্তন সতীর্থ?]
এর পর তিনি ফের যোগ করেন, “এক ব্যক্তি আমাকে একটি কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেছিলেন। আমি জানতাম না এটা একটা চুক্তি। আমি তাঁকে বলেছিলাম যে আমি বেঙ্গালুরু নয়, দিল্লির হয়ে খেলতে চাই। এর পর ললিত মোদি আমাকে ফোন করে আমার কেরিয়ার শেষ করার হুমকি দিয়েছিলেন!”
মাঠে ও মাঠের বাইরের বরাবরের বিতর্কিত চরিত্র ছিলেন প্রবীণ। তাঁর বিরুদ্ধে ক্রিকেটে বল বিকৃত করার অভিযোগও উঠেছিল। সেই বল বিকৃতি নিয়েই বিস্ফোরক দাবি করে বসেছেন প্রবীণ। তাঁর দাবি, খেলোয়াড়জীবনে সব দলকেই রিভার্স সুইং করানোর জন্য বল বিকৃত করতে দেখেছেন তিনি। প্রবীণ বলেছেন, “সব দলই কম-বেশি বল বিকৃত করে। পাকিস্তানের ক্রিকেটারেরা একটু বেশিই বল বিকৃত করে। ওরা বলের এক দিক সমানে আঁচড়াতে থাকে। তবে বল শুধু বিকৃত করলেই হয় না। দলের অন্তত এক জনকে তার সুবিধা নিতে জানতে হয়। বলের এক দিক আঁচড়ে কারও হাতে বল তুলে দিলেই রিভার্স সুইং হবে না। তার সেই দক্ষতা থাকতে হবে।”
এমনকি তাঁর মদ্যপানের বিষয়েও প্রশ্ন করা হয়েছিল। সেটা শুনে প্রবীণ বলেন, “আমাকে দলের সবাই বলত মদ্যপান করো না। সবাই বলত এটা করো না, ওটা করো না। তবে আবার একাধিক সিনিয়র ক্রিকেটার আমাকে একটা কথাই বলত, সবাই মদ্যপান করে। কিন্ত আসল কথা হল, তাদের কারও বদনাম হয় না। বদনাম হয় পিকের নাম। সবাই বলে পিকে মদ্যপান করে। কিন্তু আমি জানি ভারতীয় দলে সবাই মদ্যপান করে। বদনাম হয় শুধু পিকে।”