সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav) কিডনি দান করে খবরে এসেছিলেন, এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন লালুকন্যা রোহিনী আচার্য (Rohini Acharya)। সব ঠিক থাকলে, আসন্ন লোকসভা নির্বাচনে যাদব পরিবারের চতুর্থ সন্তান হিসেবে রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চলেছেন তিনি। একটি সোশাল মিডিয়ার পোস্টের জেরে রোহিনীর রাজনৈতিক কেরিয়ার নিয়ে জল্পনা শুরু হয়েছে।
আরজেডি বিধায়ক সুনীল কুমার সিং ওই পোস্ট করেছেন সম্প্রতি। সুনীলের দাবি, দলের অন্দরে বেশিরভাগ মানুষ চাইছেন সরন আসনে রোহিনী প্রার্থী হন। প্রার্থী না হলেও অতীতে আরজেডির (RJD) প্রচারে দেখা গিয়েছে লালুকন্যাকে। এবার যে সরন আসন নিয়ে কথা হচ্ছে, সেখানে এককালে প্রার্থী হতেন খোদ লালু। প্রশ্ন উঠছে, তবে কি সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া বাবার চটিতেই পা গলাতে চলেছেন রোহিনী আচার্য।
[আরও পড়ুন: সত্যেন্দ্রর জামিনের আর্জি খারিজ, প্রাক্তন মন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের]
লালুর মেয়ে সিঙ্গাপুর প্রবাসী। যদিও দূরে থেকেও বিহারে (Bihar) রাজনীতি নিয়ে সক্রিয়। রাজ্যের বিভিন্ন বিষয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে থাকেন রোহিনী। কিছুদিন আগে নীতীশ কুমারের জোট বদল নিয়েও সরব হয়েছিলেনন। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে বাবাকে কিডনি দান করেছিলেন মেজো মেয়ে রোহিনী।