সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোষ বলতে বিনা পয়সায় পুলিশকে সবজি দিতে চায়নি কিশোর। আর সেই অপরাধেই তাকে বেধড়ক মারধর করে জেলে ঢোকানোর অভিযোগ উঠল খোদ ঊর্দিধারীদের বিরুদ্ধে। আপাতত বিহারের ওই কিশোরের ঠিকানা শ্রীঘর৷ পাটনার বেউড় জেলেই রয়েছে সে। যদিও পুলিশের দাবি, ধৃতের বয়স ১৮ বছর। বাইক চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে সরকার।
[লঘুপাপে গুরুদণ্ড! আম চুরির অভিযোগে গুলি করে খুন নাবালককে]
ফ্রি-তে স্থানীয় পুলিশকর্মীকে সবজি দিতে রাজি না হওয়ায় তিন মাস আগে গ্রেপ্তার করা হয় ওই কিশোরকে। ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে ধৃতের বাবা দেখেন কিশোরকে বেধড়ক মারধর করা হচ্ছে৷ এমনকি, জোর করে তাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ ধৃতের বাবার৷ এরপরই ঘটনার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে একটি চিঠি লেখেন তিনি। চিঠিতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কিশোরের বাবা৷ ধৃতের বাবা দাবি করেন, “ ২০ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই জেলে নিয়ে যাওয়া হয় ওই কিশোরকে৷ প্রাপ্তবয়স্ক না হওয়া সত্ত্বেও বেআইনিভাবে কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ৷” বয়সের প্রমাণ হিসাবে আধার কার্ডের কথাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি৷ পুলিশের বিরুদ্ধে তিনি এনেছেন তোলাবাজির অভিযোগও৷
[‘স্যর, যাবেন না প্লিজ…’, পড়ুয়াদের কাতর আবেদনে চোখে জল শিক্ষকের]
এই খবর প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পুলিশ৷ বিনামূল্যে সবজি না দেওয়ায় গ্রেপ্তারির অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ৷ পুলিশের পালটা দাবি, “ধৃত আঠেরো বছর বয়সী৷ বাইক চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷” যদিও চিঠি হাতে পাওয়া মাত্রই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ আটচল্লিশ ঘণ্টার মধ্যে ঘটনার রিপোর্টও তলব করেছেন তিনি৷
The post বিনা পয়সায় পুলিশকে সবজি দিতে নারাজ, শ্রীঘরে কিশোর appeared first on Sangbad Pratidin.