shono
Advertisement
Lance Klusener

রাহুল-গোয়েঙ্কা বিতর্কে এবার মুখ খুললেন লখনউয়ের সহকারী কোচ ক্লুজনার, কী বললেন তিনি?

সেই বিতর্কের পরে প্রথমবার মন্তব্য ক্লুজনারের।
Published By: Krishanu MazumderPosted: 08:44 PM May 13, 2024Updated: 09:02 PM May 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকেশ রাহুল-গোয়েঙ্কা (KL Rahul and Sanjiv Goenka) অধ্যায় নিয়ে প্রথমবার মুখ খুললেন লখনউ সুপার জায়ান্টসের কোনও সদস্য। তাও আবার লখনউ সুপার জায়ান্টসের সহকারী কোচ ল্যান্স ক্লুজনার (Lance Klusener) মন্তব্য করলেন সেই বিতর্কিত অধ্যায় নিয়ে।
ক্লুজনার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। 'চায়ের কাপে তুফান উঠেছে', এভাবেই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার।
এটা দুই ক্রিকেটপ্রেমীর মধ্যে ক্রিকেট নিয়ে গভীর আলোচনায় মগ্ন বলে মন্তব্য করেন ক্লুজনার। 

Advertisement

[আরও পড়ুন: কলকাতার পর আহমেদাবাদ, বৃষ্টি-কাঁটায় ফের পিছিয়ে গেল নাইট ম্যাচের টস]


সানরাইজার্স হায়দরাবাদের কাছে ম্যাচ হারের পর লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে দেখা গিয়েছে দলনায়ক লোকেশ রাহুলকে ধমকাচ্ছেন। সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। সোশাল মিডিয়া ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া দেখান সেই ঘটনা নিয়ে। এবার বরফ গলালেন ক্লুজনার। তিনি বললেন, ''আমি এর মধ্যে কোনও সমস্যা দেখছি না। দুই ক্রিকেটপ্রেমীর মধ্যে ক্রিকেট নিয়ে তীব্র আলোচনা বলেই বিষয়টাকে দেখছি। আমার মনে হয়, চায়ের কাপে তুফান উঠেছে। আমরা এই ধরনের গভীর আলোচনাই পছন্দ করি। এর মাধ্যমেই একটা দল গড়ে ওঠে। এটা বিরাট কোনও বিষয় নয় আমাদের কাছে।''
লোকেশ রাহুল ওপেন করতে নেমে ৪৬০ রান করেছেন। কিন্তু লোকেশ রাহুলের স্ট্রাইক রেট ১৩৬.০৯। রাহুলের স্ট্রাইক রেট কমে যাওয়ার ফলে মিডল অর্ডারে চাপ পড়ে যাচ্ছে মার্কাস স্টোয়নিস ও নিকোলাস পুরানের উপরে। ক্লুজনার অবশ্য লোকেশ রাহুলকেই সমর্থন করছেন। প্রাক্তন প্রোটিয়া বোলার বলছেন, ''লোকেশ রাহুলের ব্যাটিং স্টাইল অনন্য। দুর্দান্ত প্লেয়ার লোকেশ রাহুল। ক্রিকেটবিশ্বে সবাই ওকে সম্মান করে। এবারের আইপিএলে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে লোকেশ রাহুলকে। এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করেছি। টুর্নামেন্টে কঠিন পরিস্থিতিতে আমরা উইকেট হারিয়েছি।''

লখনউ-হায়দরাবাদ ম্যাচের পরে এই প্রথমবার সেই বিতর্কিত অধ্যায় নিয়ে কেউ মন্তব্য করলেন। বরফ গলানোর চেষ্টা করলেন। 

[আরও পড়ুন: এফআইআরকে চ্যালেঞ্জ, হাই কোর্টে মামলা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকেশ রাহুল-গোয়েঙ্কা (KL Rahul and Sanjiv Goenka) অধ্যায় নিয়ে প্রথমবার মুখ খুললেন লখনউ সুপার জায়ান্টসের কোনও সদস্য।
  • তাও আবার লখনউ সুপার জায়ান্টসের সহকারী কোচ ল্যান্স ক্লুজনার (Lance Klusener) মন্তব্য করলেন সেই বিতর্কিত অধ্যায় নিয়ে।
  • ক্লুজনার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। 'চায়ের কাপে তুফান উঠেছে', এভাবেই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার।
Advertisement