shono
Advertisement

আচমকা ধসে অন্ডালে মাটির তলায় চলে গেল আস্ত বাড়ি, নিখোঁজ ১ মহিলা

ইসিএলের উদাসীনতাকেই কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা। The post আচমকা ধসে অন্ডালে মাটির তলায় চলে গেল আস্ত বাড়ি, নিখোঁজ ১ মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:15 AM Jun 20, 2020Updated: 09:42 AM Jun 20, 2020

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: আচমকাই গভীর রাতে ভয়ংকর ধস। মাটির নিচে চলে গেল আস্ত একটি বাড়ি। কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় এক মহিলা নিখোঁজ হয়ে গিয়েছেন। শুক্রবার রাতে ভয়ংকর ঘটনার সাক্ষী পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল (Andal) থানার জামবাদ এলাকা।  

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার রাত ২টো নাগাদ ওই এলাকায় ধস নামে। প্রায় এক হাজার বর্গফুটের বেশি জায়গাজুড়ে ধস বলে প্রাথমিক অনুমান। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫টিরও বেশি বাড়ি। প্রায় ৫০-৬০ ফুট গভীরতা ধসের। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা ফাঁকা করার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন উদ্ধার কাজ চালাচ্ছে। নিখোঁজ মহিলার নাম শেখ শাহানাজ বানু। নিখোঁজ মহিলার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। ঘটনায় রীতিমতো আতঙ্কিত ইসিএলের আবাসিকরা। তাঁরা ইসিএলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বিক্ষোভও দেখান ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।

[আরও পড়ুন: করোনা আক্রান্ত তৃণমূলের আরও এক বিধায়ক, উদ্বেগে শাসকদল]

এই ঘটনার খবর পাওয়ামাত্রই এলাকা পরিদর্শনে যান বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। ইসিএলের উদাসীনতায় যথেষ্ট ক্ষুব্ধ তিনি। বিধায়ক বলেন, “ইসিএল শুধু কয়লা উত্তোলনের কথা ভাবে। সাধারণ মানুষের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই। গত ২ বছর ধরে পুনর্বাসনের কথা বললেও এখনও মেলেনি কোনও ঘর। মানুষ মরে গেলেও তাদের কোনও চিন্তা নেই।” 

 

 

তবে ঘটনাস্থলে এখনও দেখা মেলেনি ইসিএলের আধিকারিকদের। তার জেরে স্থানীয়দের ক্ষোভের পারদ ক্রমশ চড়ছে। ইতিমধ্যেই বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে পথ অবরোধও শুরু করেছেন স্থানীয়রা।

The post আচমকা ধসে অন্ডালে মাটির তলায় চলে গেল আস্ত বাড়ি, নিখোঁজ ১ মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার