সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ সামিটে ২৬/১১ মুম্বই হামলার ধাঁচে সন্ত্রাসবাদী কার্যকলাপ হতে পারে, আশঙ্কা করা হয়েছে একাধিক গোয়েন্দা রিপোর্টে। তার মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে (Pakistan-Occupied Kashmir) ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা এক জঙ্গি খতমের খবর এল। শুক্রবার একটি মসজিদের ভিতরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি করে হত্যা করে ওই জঙ্গিকে।চলতি বছরের শুরুতে কাশ্মীরের রাজৌরি জেলার ধাঙ্গরি গ্রামে হামলা চালায় জঙ্গি সংগঠন লস্কর (Lashkar-e-Taiba)। ওই হামলার অন্যতম অভিযুক্ত ছিল শুক্রবার খতম হওয়া জঙ্গি।
জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে মসজিদে হামলায় মৃত্যু হয়েছে লস্কর জঙ্গি রিয়াজ আহমেদ ওরফে আলিয়াস আবু কাশিমের। চলতি বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) কাশ্মীরে ভয়ংকর জঙ্গি হামলা হয়। ধাঙ্গরি গ্রামে মৃত্যু হয়েছিল ৭ জনের। আহত হয়েছিলেন ১৩ জন। ওই নাশকতার অন্যতম চক্রী ছিল লস্কর জঙ্গি আবু কাশিম। দীর্ঘ দিন ধরেই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল সে।
[আরও পড়ুন: দু’মলাটে উন্নয়নগাথা, বাংলার সাফল্যের খতিয়ান এবার পুস্তিকায়]
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, আদতে জম্মুর বাসিন্দা আবু কাশিম। ১৯৯৯ সালে সীমান্ত ডিঙিয়ে শত্রু দেশে ঘাঁটি গাড়ে সে। গত কয়েক দশক ধরে পুঞ্চ এবং রাজৌরিতে যাবতীয় জঙ্গি কার্যকলাপের মাস্টার মাইন্ড ছিল আবু কাশিম। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোট এলাকার আল-কুদুস মসজিদে হামলা হয় আবু কাসিমের উপরে। শুক্রবার ভোরের নমাজের আগেভাগে গুলি করে হত্যা করা হয় তাকে।