shono
Advertisement

Breaking News

উরি হামলার দায় স্বীকার করল লস্কর-ই-তৈবা

সত্যের উপর থেকে পর্দা সরিয়ে দিল স্বয়ং জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা৷ The post উরি হামলার দায় স্বীকার করল লস্কর-ই-তৈবা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:19 PM Oct 25, 2016Updated: 05:00 PM Jan 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন পর্যন্ত উরি হামলার দায় নিতে অস্বীকার করেছে পাক প্রশাসন৷ সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ভারতের কড়া প্রত্যুত্তরকে বিনা কারণের হামলা ও কূটনৈতিক ক্ষেত্রে সুবিধা লোটার ছক বলে এতদিন দাবি করে এসেছে পাকিস্তান৷ কিন্তু এবার সত্যের উপর থেকে পর্দা সরিয়ে দিল স্বয়ং জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা৷

Advertisement

সম্প্রতি পাকিস্তান অন্তর্ভুক্ত পাঞ্জাবের গুরজনওয়ালা তাদের একটি পোস্টারে উরি হামলার দায় স্বীকার করে নেওয়া হয়েছে৷ সেখানে উরি হামলায় মৃত এক জঙ্গির স্মরণসভার কথা উল্লেখ করা হয়েছে৷ লস্কর জঙ্গি মহম্মদ আনাস উরি হামলায় ‘শহিদ’ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেই পোস্টারে৷ পাশাপাশি, উর্দুতে লেখা ওই পোস্টারে দাবি করা হয়েছে উরি হামলায় তারা ১৭৭ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে৷ জঙ্গির শোকসভায় লস্কর প্রধান হাফিজ সইদ উপস্থিত থাকবে বলেও জানানো হয়েছে সেই পোস্টারে৷

এতেই গোটা ব্যাপারটি থেমে নেই৷ এই পোস্টার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই জানা গিয়েছে, লস্কর প্রধান হাফিজ সইদ পাঞ্জাব প্রদেশে নিজেদের অবস্থানকে আরও শক্ত করছে এবং পুনরায় ভারতের বিরুদ্ধে হামলা করার ছক কষছে৷

এই ঘটনা প্রকাশ্যে আসতেই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই পোস্টার৷ যদিও লস্করের শাখা সংগঠন জামাত-উল-দাওয়ার তরফ থেকে এই ঘটনার কথা অস্বীকার করা হয়েছে৷ পাক সংবাদমাধ্যমগুলিও এই ঘটনার কথা প্রকাশ করেছে৷ যদিও পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর তরফ থেকে জানানো হয়েছে, আপাতত এই প্রার্থনা সভার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে৷

The post উরি হামলার দায় স্বীকার করল লস্কর-ই-তৈবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement