shono
Advertisement

এরশাদের শেষকৃত্য নিয়ে সংশয় মিটল, শেষ ইচ্ছে অনুযায়ী মঙ্গলবার ঢাকায় অন্তিম শয্যা

রংপুরে তাঁকে দফন করা হবে বলে প্রথমে দাবি উঠেছিল৷ The post এরশাদের শেষকৃত্য নিয়ে সংশয় মিটল, শেষ ইচ্ছে অনুযায়ী মঙ্গলবার ঢাকায় অন্তিম শয্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:28 PM Jul 14, 2019Updated: 03:28 PM Jul 14, 2019

সুকুমার সরকার, ঢাকা: ওপার বাংলায় আজ এক কালো দিন৷ প্রাক্তন রাষ্ট্রপতি তথা সেনানায়ক, বাংলাদেশ রাজনৈতিক মহলের প্রথম সারির ব্যক্তিদের মধ্যে অন্যতম হুসেন মহম্মদ এরশাদের মৃত্যু হয়েছে রবিবার সকালে৷ এমন এক ব্যক্তিত্বের প্রয়াণের যথাযথ মর্যাদার সঙ্গে শেষকৃত্যের তোড়জোড় চলছে দেশজুড়েই৷ তারই মাঝে সংশয় দেখা দিল, কোথায় হবে তাঁর অন্তিম কাজ৷

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ]

রাজধানী ঢাকার পাশাপাশি গুঞ্জন উঠেছিল, রংপুর অর্থাৎ যেখানে এরশাদ প্রথম জীবন কাটিয়েছেন সেখানে হতে পারে দফনকাজ৷ কিন্তু পরবর্তীতে এরশাদের নিজের ইচ্ছেকে মর্যাদা দিয়ে ঠিক হয়েছে, মঙ্গলবার ঢাকার সামরিক কবরস্থানেই তাঁর অন্তিমশয্যা পাতা হবে৷ একথা জানিয়ে দিয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু৷

দীর্ঘ টানাপোড়েনের পর রবিবার সকাল ৭টা ৪৫ নাগাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ খবর পেয়ে তাঁর স্ত্রী রওশন এবং ছেলে শাদ হাসপাতালে যান৷ আজ এরশাদের মৃতদেহ রাখা হবে হাসপাতালের মর্গেই৷ এরপর আগামী দু’দিন ধরে রয়েছে বেশ কয়েকটি কর্মসূচি৷ জাতীয় পার্টির প্রেস সেক্রেটারি খোন্দকার দেলওয়ার জালালি জানিয়েছেন, রবিবার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে৷ আর সোমবার সকাল ১০টা নাগাদ জাতীয় সংদের দক্ষিণ প্লাজায় হবে তাঁর দ্বিতীয় জানাজা৷ বেলা ১১টায় এরশাদের মরদেহ নিয়ে যাওয়া হয় কাকরাইলে জাতীয় পার্টির সদর কার্যালয়ে৷ এরপর মঙ্গলবার হেলিকপ্টারে করে এরশাদের মরদেহ নিয়ে যাওয়া হবে রংপুরে, যেখানে তিনি কাটিয়েছিলেন শৈশবের দীর্ঘ সময়৷ প্রথমে ঠিক হয়েছিল, সোমবারই রংপুরে যাবে এরশাদের দেহ৷ পরে কর্মসূচি বদলে ফেলা হয়৷

[আরও পড়ুন: অনৈতিকভাবে চাকরি থেকে বরখাস্তের অভিযোগ, নোবেলজয়ী ইউনুসকে তলব আদালতের]

রংপুরে সকলে শেষশ্রদ্ধা জানানোর পর এরশাদের দেহ ফেরানো হবে ঢাকায়৷ এবং বিকেলে সামরিক কবরস্থানে অন্তিম শয্যায় শায়িত হবেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা সেনানায়ক হুসেন মহম্মদ এরশাদ৷ সেইসঙ্গে পদ্মাপাড়ের রাজনৈতিক ইতিহাসে ইতি ঘটবে একটি অধ্যায়৷

The post এরশাদের শেষকৃত্য নিয়ে সংশয় মিটল, শেষ ইচ্ছে অনুযায়ী মঙ্গলবার ঢাকায় অন্তিম শয্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement