shono
Advertisement

বিশ্বকাপে ভারতের সম্ভাবনা কতটা? মুখ খুললেন কপিল

১২ বছর পরে কি ট্রফি জিতবে ভারত?
Posted: 06:36 PM Sep 18, 2023Updated: 06:36 PM Sep 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ১৯৮৩ সালের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ (Kapil Dev) মনে করেন, ১২ বছর পরে বিশ্বচ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়াই। যদিও কিংবদন্তি কপিল কিন্তু ফেভারিট বলতে রাজি নন ভারতকে। নির্দিষ্ট দিনের উপরে সব নির্ভর করবে। কপিল বলছেন, ”টপ ফোরে আসাটাই গুরুত্বপূর্ণ। তার পরে ভাগ্যের সহায়তা দরকার।”

Advertisement

কপিল আরও বলেন, ”আমরা ফেভারিট এটা এখনই বলা সম্ভব নয়। আমাদের দল শক্তিশালী। হৃদয় বলছে একরকম। তবে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। ভারতের দল প্রসঙ্গে একটা কথাই বলবো, দল তৈরি এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যও প্রস্তুত। প্যাশন নিয়ে খেলুক, খেলাটা উপভোগ করুক।” 

[আরও পড়ুন:‘লক্ষ্মণের এনসিএ কী করছে? কেন বারবার চোট পাবে শ্রেয়স?’ বিস্ফোরণ ঘটালেন গম্ভীর]

 

এশিয়া কাপ ফাইনালে সিরাজ বিস্ফোরণে শ্রীলঙ্কা ৫০ রানে ধসে গিয়েছে। কপিল অনুজ সিরাজের বোলিং দেখার পরে বলছেন, ”সিরাজের বোলিং দেখতে দারুণ লাগছিল। এটা ভেবেই ভাল লাগছে যে কোনও প্রান্তেই আমাদের বোলাররা ১০ উইকেট নিতে পারছে।একসময়ে আমরা স্পিনারদের উপরে নির্ভর করতাম। এখন আর সেই নির্ভরতা নেই। সেই কারণে দলটা শক্তিশালী।” 

[আরও পড়ুন: বিশ্বকাপে কুলদীপের ভয়ে কেঁপে যাবে বিপক্ষ! আগাম সতর্ক করে দিলেন ছোটবেলার কোচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement