সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসংখ্যা বাড়ছে৷ বসবাসের জায়গা তৈরি করতে গিয়ে বনভূমি কেটে সাফ করে ফেলছে মানুষ৷ আর বনে খাবার না পেয়ে লোকালয়ে ঢুকে পড়ছে হিংস্র জন্তুরা৷ ঠিক যেমনটা ঘটেছে বম্বে ভেটেরিনারি কলেজে ৷ সম্প্রতি খাবারের সন্ধানে কলেজের গার্লস হস্টেল চত্বরে ঢুকে পড়ে একটি চিতাবাঘ৷ গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়৷
[‘কোটি কোটি টাকার স্বপ্নই দেখে যান, কিছুই প্রমাণ হবে না’]
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বম্বে ভেটেরিনারি কলেজে গার্লস হস্টেল লাগোয়া জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে একটি চিতাবাঘ৷ চিতাবাঘের হামলার মুখে পড়ে কলেজ চত্বরে থাকা দুটি কুকুর৷ একটি কুকুর কোনওরকমে প্রাণে বাঁচলেও, অপরটিকে শিকার করে বনের ভিতর নিয়ে গিয়ে খেলে ফেলে চিতাবাঘটি৷
[পরপর ৫টি জঙ্গি হামলায় কাঁপল কাশ্মীর, জখম ১২ জওয়ান]
এই ঘটনায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ৷ তাদের দাবি, ইদানিং কলেজ চত্বরে কুকুরে সংখ্যা অনেক বেড়েছে৷ তাই শিকারের লোভেই কলেজ চত্বরে ঢুকে পড়ছে চিতাবাঘের মতো হিংস্ত্র জন্তু৷ চিতাবাঘের আনাগোনা ঠেকাতে কুকরদের খেতে না দেওয়ার জন্য পড়ুয়াদের পরামর্শ দেওয়া হয়েছে৷
দেখুন ভিডিও
#WATCH: Leopard barges into the premises of Mumbai’s Bombay Veterinary College, attacks dog. (CCTV) (June 9) pic.twitter.com/BY6xUVLIq9
— ANI (@ANI_news) 14 June 2017
[বিনুনি না বাঁধায় শাস্তি! হাসপাতালে ভর্তি পঞ্চম শ্রেনির ছাত্রী]
The post OMG! মুম্বইয়ে কলেজ চত্বরে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ! appeared first on Sangbad Pratidin.