shono
Advertisement

১১৮ জন যাত্রী-সহ অপহৃত লিবিয়ার বিমান

বিমান অপহরণের নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ The post ১১৮ জন যাত্রী-সহ অপহৃত লিবিয়ার বিমান appeared first on Sangbad Pratidin.
Posted: 11:40 PM Dec 23, 2016Updated: 06:44 PM Dec 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে কান্দাহার বিমান অপহরণের স্মৃতি ফিরল মাল্টা বিমানবন্দরে৷ ১১৮ জন যাত্রী নিয়ে লিবিয়ার আকাশ থেকে ছিনতাই করা হল এয়ারবাস এ ৩২০-কে৷ বিমানটিকে শুক্রবার মাল্টা বিমানবন্দরে নামানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷

Advertisement

সাতজন বিমানকর্মী-সহ মোট ১১৮ জনকে নিয়ে হঠাৎই মাঝ আকাশে অদৃশ্য হয়ে যায় লিবিয়ার আন্তর্দেশীয় বিমানটি৷ এমনকী বিমানটিতে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়ার হুমকিও দেয় দুই অপহরণকারী৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ আতঙ্কে দিশেহারা যাত্রীদের পরিবার পরিজন৷

দক্ষিণ লিবিয়ার সেভা থেকে ত্রিপোলির উদ্দেশে রওনা দিয়েছিল আফরিকিয়াত এয়ারওয়েজের বেসরকারি বিমানটি৷ লিবিয়া উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে মাল্টা দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়েছে যাত্রী ভর্তি বিমানটিকে৷ বিমানবন্দর ঘিরে ফেলেছেন নিরাপত্তারক্ষীরা৷ দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী জোসেফ মাসকট জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষায় সবরকম চেষ্টা চলছে৷ পঁচিশজন যাত্রীকে মুক্তি দেওয়া হয়েছে বলেও জানান তিনি৷  বিমান অপহরণের নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি কেউ৷

The post ১১৮ জন যাত্রী-সহ অপহৃত লিবিয়ার বিমান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement