shono
Advertisement

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব অর্থনীতিতে, পিছিয়ে দেওয়া হতে পারে LIC’র IPO আনার তারিখ

পরিস্থিতির উন্নতি না হলে চলতি অর্থবর্ষে এলআইসির শেয়ার নাও আনা হতে পারে বলে শোনা যাচ্ছে।
Posted: 05:02 PM Mar 03, 2022Updated: 05:10 PM Mar 03, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: LIC’র মতো বড় সংস্থার আইপিও আনাটা যে কোনও সময়ই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ইউরোপের আকাশে যখন যুদ্ধের ঘনঘটা। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের আবহে যে কোনও সময় ইউরোপের বাজার ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। যার প্রভাব পড়তে পারে দালাল স্ট্রিটেও। সেই সব সম্ভাবনার কথা ভেবে এলআইসির আইপিও আনার তারিখ পিছিয়ে দিতে পারে কেন্দ্র। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির অবনতি হতেই এলআইসির (LIC) শেয়ার আনা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে সরকার। এমনকী পরিস্থিতির উন্নতি না হলে চলতি অর্থবর্ষে এলআইসির শেয়ার নাও আনা হতে পারে বলে শোনা যাচ্ছে।

Advertisement

আসলে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ (Ukraine-Russia War) বিশ্বের বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। যুদ্ধের গতিপ্রকৃতি আগামিদিনে কোন পথে এগোবে তার উপর নির্ভর করছে বাজারের পরিস্থিতিও। যুদ্ধের আবহে বাজারে যে ঝুঁকি আছে সেটা আগেই মেনে নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। কিন্তু ঝুঁকি সত্ত্বেও এলআইসির আইপিও আনার ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন। অর্থমন্ত্রীর বক্তব্য ছিল, ”বাজারে উৎসাহ দেখা যাচ্ছে। মানুষ এলআইসির শেয়ার নিয়ে আগ্রহ আছে মানুষের মধ্যে। তাই আমরা এর মধ্যেই বিমা সংস্থার IPO বাজারে আনার সিদ্ধান্তে স্থির থাকছি।” কিন্তু এখন শোনা যাচ্ছে, সরকার সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে। বাজারের বর্তমান পরিস্থিতিতে আইপিও আনাটা ঠিক হবে কিনা, তা নিয়েও সংশয় রয়েছে।

[আরও পড়ুন: ‘আপনাকে দেখেই হারের ভয় পাচ্ছে বিজেপি’, বারাণসীতে মমতাকে পাশে নিয়ে হুঙ্কার অখিলেশের]

প্রাথমিকভাবে খবর, এলআইসি আইপিও-র (IPO) প্রস্তাবিত বাজার মূল্য হতে পারে প্রায় ৮ বিলিয়ন ডলার বা ৬০ হাজার কোটি টাকা। যা বহু বিনিয়োগকারীর ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। বাজার বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, এত বড় অঙ্কের আইপিও এর আগে বাজারে আসেনি। ইতিমধ্যেই এলআইসির আইপিওর খসড়াও প্রস্তুত হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: ‘এক ধাক্কা অউর দো…’, উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে উৎখাতের ডাক মমতার]

বলে রাখা দরকার, রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC-কে হাতিয়ার করে সরকারি কোষাগারে মোটা টাকা আয়ের লক্ষ্যে কেন্দ্র। সেই উদ্দেশে IPO বাজারে আনার আগে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থায় ২০ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগেও ছাড়পত্র দিয়েছে সরকার। সব ঠিক থাকলে আগামী ১১ মার্চই দেশের বৃহত্তম বিমা সংস্থার আইপিও বাজারে আসার কথা। কিন্তু সবটাই এখন নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতির উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement