shono
Advertisement

‌নতুন আইফোনে নেই অ্যাডাপ্টার, অ্যাপলকে কটাক্ষ স্যামসংয়ের, পালটা জবাব নেটিজেনদেরও

শীঘ্রই বাজারে আসছে আইফোন ১২।
Posted: 07:39 PM Oct 15, 2020Updated: 07:39 PM Oct 15, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ সম্প্রতি একটি ভারচুয়াল ইভেন্টের মাধ্যমে নয়া আইফোন ১২’‌কে (I Phone 12) জনসমক্ষে আনে বিখ্যাত মার্কিন ফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপল (Apple)। যা নিয়ে আইফোন প্রেমীদের মধ্যে উৎসাহের অন্ত নেই। একাধিক নতুন ফিচারস, উন্নত ক্যামেরা–সহ আরও অনেক কিছু ফোনটিকে আকর্ষণীয় করে তুলেছে। কিন্তু আইফোনের নতুন এই ভার্সন নিয়ে এবার অ্যাপলকে কটাক্ষ করে টুইট করল তাঁদের সবচেয়ে বড় প্রতিপক্ষ স্যামসাং (Samsung)।

Advertisement

পরিবেশে দূষণ বাড়ছে। তার অন্যতম কারণ বর্জ্য পদার্থ। প্লাস্টিক দূষণ তো ছিলই। নতুন করে ভাবাচ্ছে E-waste অর্থাৎ ইলেকট্রনিক জিনিসের বর্জ্যও। আর এই E-waste কমাতেই এবার থেকে নয়া আইফোনে অ্যাডাপ্টার বা চার্জার দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে অ্যাপল। তা নিয়েই স্যামসাংয়ের কটাক্ষের মুখে পড়তে হল মার্কিন সংস্থাকে। 

[আরও পড়ুন:‌ ‘‌বিগ বিলিয়ন ডে’‌ শুরুর আগেই গ্রাহকদের ১ টাকায় প্রি–বুকিংয়ের সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট‌]

নিজেদের ফেসবুক পেজে দক্ষিণ কোরীয় সংস্থার পক্ষ থেকে নাম না করেই অ্যাপলকে উদ্দেশ্য করে লেখা হয়, ‘‌‘‌আপনার গ্যালাক্সি ফোনটি কিন্তু ফোনের অন্যতম জরুরি জিনিস অ্যাডাপ্টার থেকে শুরু করে সেরা ক্যামেরা, ব্যাটারি, মেমোরি এবং ১২০ হার্ৎজ স্ক্রিনের সঙ্গে বাজারে আসছে।’‌’

 

স্যামসাং কোম্পানির পোস্টটিতে অনেকেই সহমত পোষণ করে কমেন্টও করেন। তবে অনেকেই আবার আগের প্রসঙ্গও টেনে আনেন। এর আগে ২০১৭ সালে নয়া ফোনের সঙ্গে হেডফোন না দেওয়ার যে সিদ্ধান্ত অ্যাপল নিয়েছিল, তাকেও কটাক্ষ করেছিল স্যামসাং। পরবর্তীতে আবার নিজেরাই একই সিদ্ধান্ত নেয়। এই কথাটিই এক নেটিজেন সরাসরি লিখেও দেন কমেন্টে। তাঁর কথায়, ‘‘‌এরপর বছর ঘুরতে না ঘুরতে নিজেরাও তো একই সিদ্ধান্ত নেবেন। আমি এই ছবিটিকে সেভ করে রাখলাম।’‌’ আরেকজন লেখেন, ‘‌‘‌স্যামসাং প্রথমে এসব নিয়ে মজা করবে, তারপর নিজেরাও সেই কাজটা করবে। একই জিনিস।’‌’‌‌

[আরও পড়ুন: ‘দেশে করোনার দ্বিতীয় ধাক্কা রুখতে বিরাট অবদান’, আরোগ্য সেতু অ্যাপের প্রশংসায় WHO]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement