shono
Advertisement
WhatsApp

হ্যাকার হইতে সাবধান! নিজের WhatsApp সুরক্ষিত রাখুন সহজ ৫ পদ্ধতিতে

সাইবার জালিয়াতদের সবচেয়ে পছন্দের অ্যাপ্লিকেশন হল হোয়াটসঅ্যাপ।
Published By: Biswadip DeyPosted: 05:31 PM Feb 17, 2025Updated: 05:31 PM Feb 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই কেন্দ্র জানিয়ে দিয়েছিল, সাইবার জালিয়াতদের সবচেয়ে পছন্দের অ্যাপ্লিকেশন হল হোয়াটসঅ্যাপ। সকলকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও নিজেদের কাজ হাসিল করতে নিত্যনতুন ফাঁদ পাতছে হ্যাকাররা। জেনে নিন কোন ৫ উপায়ে নিজের হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখতে পারবেন।

Advertisement

টু-স্টেপ ভ্যারিফিকেশন
আপনি যদি টু-স্টেপ ভ্যারিফিকেশন টার্ন অন করে রাখেন তাহলে একটা বড় রক্ষাকবচ হয়ে উঠবে তা। এটা অন করা থাকলে কেউ আপনার ফোন নম্বর জেনে রাখলেও কোনওভাবেই লগ ইন করতে পারবে না। কেননা সেক্ষেত্রে ভ্যারিফিকেশন কোড ইমেলে আসবে। ফলে তার নাগাল কোনওভাবেই পাবে না অপরাধীরা। তবে খেয়াল রাখুন, আপনার টি-স্টেপ ভ্যারিফিকেশন কোড কোনওভাবেই শেয়ার করবেন না যেন।

হোয়াটসঅ্যাপ আপডেট
হোয়াটসঅ্যাপ আপডেট করাটা খুবই জরুরি। কেননা প্রতিটি আপডেটেই নতুনতর সিকিউরিটি প্যাচ ও ফিচার থাকে যা হ্যাকারদের নাগালের বাইরে।

লিঙ্কড ডিভাইস
হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে লিঙ্কড ডিভাইসে চোখ রাখুন। তাহলেই দেখতে পাবেন কোন কোন ডিভাইস আপনার অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে। যদি দেখেন এমনও ডিভাইস দৃশ্যমান, যেখান থেকে আপনি লগ ইন করেননি, তাহলে সেটি সেখান থেকে লগ আউট করে দিন।

অজানা লিঙ্কের বিপদ
অজানা নম্বর থেকে কোনও লিঙ্ক পাঠানো হলে ভুলেও ক্লিক করবেন না। হতেই পারে সেটা হ্যাকারদের ষড়যন্ত্র। একবার ক্লিক করে ফেললেই আপনার অ্যাকাউন্টের দখল পেয়ে যাবে হ্যাকাররা।

ফোনটিকে সাবধানে রাখুন
আপনার ফোনটি যদি কোনও অবাঞ্ছিত ব্যক্তি হাতে পেয়ে যায়, তাহলে সেখান থেকেই সে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারে। ফলে সব সময় সেটি লক করে রেখে নিজেকে সুরক্ষিত রাখুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছরের শুরুতেই কেন্দ্র জানিয়ে দিয়েছিল, সাইবার জালিয়াতদের সবচেয়ে পছন্দের অ্যাপ্লিকেশন হল হোয়াটসঅ্যাপ।
  • সকলকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও নিজেদের কাজ হাসিল করতে নিত্যনতুন ফাঁদ পাতছে হ্যাকাররা।
  • ৫ উপায়ে নিজের হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখতে পারবেন ইউজাররা।
Advertisement