shono
Advertisement

চলতি বছর ভারতের বাজারে আসছে এই ৭ স্মার্টফোন

জেনে নিন কোন মডেলটি কিনলে আপনি হয়ে যাবেন আপ টু ডেট৷ The post চলতি বছর ভারতের বাজারে আসছে এই ৭ স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.
Posted: 02:22 PM Mar 14, 2017Updated: 08:52 AM Mar 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী কয়েক মাসে ক্রেতাদের খুশি করতে ভারতের বাজারে আসতে চলেছে সস্তার একগুচ্ছ স্মার্টফোন৷ ইতিমধ্যেই বিশ্ব বাজারে যেসব মোবাইলের মডেল রমরমিয়ে ব্যবসা শুরু করেছে, তারাই এবার পা রাখবে এ দেশে৷ তাই আগামী কয়েক মাসে নতুন মোবাইল ফোন কেনার পরিকল্পনা থাকলে চটপট পড়ে ফেলুন এই প্রতিবেদন৷ আর জেনে নিন কোন মডেলটি কিনলে আপনি হয়ে যাবেন আপ টু ডেট৷

Advertisement

Nokia 6
বার্সেলোনায় MWC ২০১৭-এর অনুষ্ঠানে বিশ্ব বাজারে প্রকাশ্যে এসেছিল Nokia 6৷ তার আগে চলতি বছর জানুয়ারিতেই এই হ্যান্ডসেটটি চিনে বিক্রি শুরু হয়েছিল৷ এ বছরের মাঝামাঝি ভারতের বাজারে চলে আসবে ফোনটি৷ ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি বিশিষ্ট অ্যান্ড্রয়েড ফোনটিতে রয়েছে ৩ জিবি ব়্যাম৷ ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে যুক্ত মডেলে ১৬ মেগাপিক্সল রিয়ার ও ৮ এমপি সেলফি ক্যামেরা রয়েছে৷ ৩০০০mah ব্যাটারি যুক্ত ফোনটি শীঘ্রই কিনতে পারবেন ক্রেতারা৷


Moto G5 Plus
Lenovo মালিকানাধীন মোটোরোলার এই নয়া মডেলটি বুধবারই ভারতের বাজারে চলে আসছে৷ ৫.২ ইঞ্চির হ্যান্ডসেটটি ১২ এমপি রিয়ার ও ৫ এমপি সেলফি ক্যামেরা বিশিষ্ট৷ ২ জিবি, ৩ জিবি ও ৪জিবি ব়্যাম এবং ৩২ অথবা ৬৪ জিবি ইন্টারনাল মেমোরির অপশনে মিলবে মাঝারি দামের এই স্মার্টফোনটি৷


LG G6
চলতি বছরে এই স্মার্টফোনটি কোম্পানির অন্যতম সেরা মডেল৷ LG G5-এর সাফল্যের পর বছরের মাঝামাঝি সময়ই ভারতে আসছে এই নয়া মডেল৷ ৫.৭ ইঞ্চি ডিসপ্লে-যুক্ত ফোনটি ৪ জিবি ব়্যাম বিশিষ্ট৷ ৩২ জিবি ইন্টারনাল মেমোরি যুক্ত ফোনটিতে রয়েছে জোড়া ব্যাক ক্যামেরা৷ বিশ্বের প্রথম Dolby Vision technology ফোন এটি৷


Huawei P10
আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে লঞ্চ করবে চিনা মোবাইল প্রস্তুতকারক কোম্পানির এই মডেল৷ ৩২০০mah ব্যাটারি যুক্ত মডেলটি ৪জিবি ব়্যাম বিশিষ্ট৷ ২০ এমপি + ১২ এমপি রিয়ার লেইকা ক্যামেরা ফোনটির মূল আকর্ষণ৷ থাকছে ৮ এমপি-র ফ্রন্ট ক্যামেরা৷


Sony Xperia XZ Premium
গত বছরই ভারতের বাজারে ভাল ব্যবসা করেছিল Xperia XZ৷ এবার আসছে এর নয়া ভারসন৷ ৫.৫ ইঞ্চি ডিসপ্লে ফোনটি ৪ জিবি ব়্যাম হওয়ায় এতে মাল্টি-টাক্সিংয়ের অভিজ্ঞতা হবে দারুণ৷ ৬৪ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে এই মডেল৷ পাশাপাশি সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ১৩ এমপি ফ্রন্ট ক্যামেরাও৷


BlackBerry KEYone
শীঘ্রই লঞ্চ হতে চলেছে ব্ল্যাকবেরির এই নয়া মডেল৷ ৩জিবি ব়্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি বিশিষ্ট ফোনটির রিয়ার ক্যামেরা ১২ এমপি-র৷ সেলফির জন্য থাকছে ৮ এমপি-র ফ্রন্ট ক্যামেরা৷


Nokia 3310
হেরিটেজ এই ফোন কামব্যাক করেই সুপারহিট হয়ে গিয়েছে বিশ্ববাজারে৷ নতুন চেহারা ও রঙে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে ফোনটি৷ ২ এমপি রিয়ার ক্যামেরা যুক্ত ফোনটি একবার চার্জ করলে ২২ ঘণ্টা অনায়াসে চলবে৷

এবার নিজের প্রয়োজন মতো বেছে নিন আপনার নতুন হ্যান্ডসেট৷

The post চলতি বছর ভারতের বাজারে আসছে এই ৭ স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার