shono
Advertisement

আম্বানিদের মেগা পার্টিতে ৫০০ টাকার নোট দিয়ে সাজানো মিষ্টি! ছবি ঘিরে চর্চা তুঙ্গে

কী নাম এই মিষ্টির?
Posted: 12:51 PM Apr 03, 2023Updated: 12:51 PM Apr 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)। গত কয়েকদিন ধরে এর উদ্বোধন নিয়েই সরগরম মুম্বই। বলিউডের পাশাপাশি হলিউড সেলেবরাও সেজেগুজে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। আর গণ্যমান্য এই অতিথিদের জন্যই নাকি পরিবেশিত হয়েছে ৫০০ টাকার নোট দিয়ে সাজানো মিষ্টি।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতেই দেখা যাচ্ছে, সাদা বাটির উপর পাতা রেখে তাতেই মিষ্টি পদটি পরিবেশন করা হয়েছে। আর সুন্দর এই খাবারের পাশে সাজানো সবুজ পাঁচশো টাকার নোট। তবে এই সব নোটই নাকি নকল।

[আরও পড়ুন: ‘দু’টো বিয়ে করব’, বেনারসি পরেই থানায় তাণ্ডব নববধূর! ভাইরাল ভিডিও]

আসলে মিষ্টি এই পদটির নাম ‘দৌলত কি চাট’। আর তা দিল্লির একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। নামে ‘চাট’ শব্দটি থাকলেও ‘দৌলত কি চাট’ আসলে খাবারের শেষে খাওয়ার মিষ্টি হিসেবেই ব্যবহার করা হয়। আর তৈরি করা হয় দুধ ও ক্রিম দিয়ে। একটু কেসরও অনেকে দিয়ে থাকেন।

শুধু ‘দৌলত কি চাট’ নয়, নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে আরও অনেক পদ অতিথিদের পরিবেশন করা হয়েছিল। শোনা যাচ্ছে, রুপোর থালায় রুটি, ডাল, পালক পনির, কারি, হালওয়া, পাঁপড়, লাড্ডুর মতো লোভনীয় পদ সাজিয়ে পরিবেশন করা হয়েছিল দেশ-বিদেশের অতিথিদের। সঙ্গে ছিল ওয়াইন।

[আরও পড়ুন: শুধুমাত্র অন্তর্বাস পরে মেট্রোয় তরুণী, দেখে তাজ্জব যাত্রীরা! ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement