shono
Advertisement

ভুলেও এই চারটি জিনিস রাখবেন না বাড়িতে, হতে পারে বিপদ!

কিছু কিছু জিনিস দেখতে ভালো লাগলেও তা বাড়িতে একেবারেই রাখা উচিত নয়।
Posted: 02:48 PM Mar 27, 2024Updated: 02:49 PM Mar 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরস্থালি সুন্দর করে সাজানো-গোছানো থাকলে দেখতে ভালোই লাগে। প্রত্যেকেই মনের মতো করে নিজের বাড়ি সাজিয়ে নিতে ভালোবাসেন। নিজের পছন্দের জিনিস অন্দরমহলে রাখতে চান। তবে আপনার পছন্দ আপনার পরিবারের বিপদের কারণ হতে পারে। চোখের সুখের কথা ভেবে এমন কিছু হয়তো তুলে এনেছেন, যার জন্য আপনার সংসারের শান্তি বিঘ্নিত হচ্ছে। কিছু কিছু জিনিস দেখতে ভালো লাগলেও তা বাড়িতে একেবারেই রাখা উচিত নয় বলে মত বাস্তু বিশেষজ্ঞদের। যেমন-

Advertisement

নটরাজ মূর্তি – কথিত আছে, নৃত্য ও সঙ্গীত শিবের সৃষ্টি। শিবের তাণ্ডব নৃত্যের প্রতীক হিসেবেই নটরাজ মূর্তিকে অনেক জায়গায় ধরা হয়। তাণ্ডব আবার ধ্বংসের প্রতীক। তাই ঘরে কিংবা অফিসে নটরাজ মূর্তি না রাখাই ভালো। অবশ্য নৃত্যশিল্পীরা নটরাজ মূর্তিকেই আরাধ্য হিসেবে মানেন। অনেক বাড়িতেই এটি রাখার চল রয়েছে।

[আরও পড়ুন: কম ঘুমোলে ক্যানসার হতে পারে? বিশেষজ্ঞ জানালেন চাঞ্চল্যকর তথ্য]

তাজমহল – বাঙালির নাকি পায়ের তলায় সর্ষে। কিছু সময় পেরিয়ে গেলেই কোথাও বেড়িয়ে আসার জন্য মনকেমন করে। ভ্রমণরসিক বাঙালির খুবই প্রিয় জায়গা আগ্রার তাজমহল। আর সেখানে গেলে অনেকেই উপহার হিসেবে কিংবা স্মৃতি হিসেবে ছোট্ট ছোট্ট তাজমহলের স্মারক নিয়ে আসেন। কিন্তু মনে রাখতে হবে, তাজমহল যতই সুন্দর হোক আদতে তা সমাধি। তাই বাড়িতে তা রাখা একেবারেই উচিত নয়।

ডুবন্ত জাহাজের ছবি – ছবি দিয়ে অন্দরমহল সাজানোর অভ্যাস অনেকেরই আছে। তবে বাড়িতে যে ছবি রাখুন না কেন ডুবন্ত জাহাজের ছবি রাখবেন না। কারণ হিসেবে বলা হয়, ডুবন্ত জাহাজের ছবি রাখলে অশুভ শক্তির প্রভাব বাড়ে। স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো থাকে না। অশান্তির সৃষ্টি হতে পারে।

হিংস্র পশুর ছবি বা মূর্তি – কেউ বেডরুমে সিংহের ছবি রাখতে ভালবাসেন, কেউ আবার রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ড্রইংরুমে লাগান। বন্য পশুদের ছোট ছোট মূর্তিও দেখা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমন হিংস্র পশুদের ছবি বাড়িতে একেবারেই লাগানো উচিত হয়। এতে বাড়িতে রোগভোগ লেগেই থাকে।

[আরও পড়ুন: হাওয়া বদলের আদর্শ ঠিকানা গিরিডি, পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে নানা মন্দির ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement