shono
Advertisement

টুইটার কিনছেন না এলন মাস্ক! পরাগ আগরওয়ালকে চূড়ান্ত হুঁশিয়ারি টেসলা কর্তার

কেন এই সিদ্ধান্ত মার্কিন ধনকুবেরের।
Posted: 03:14 PM May 17, 2022Updated: 04:40 PM May 17, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়ো অ্যাকাউন্ট এবং স্প্যাম সংক্রান্ত তথ্য লিখিতভাবে না পাওয়া পর্যন্ত টুইটার (Twitter) চুক্তিতে কোনও অগ্রগতি হবে না। মাইক্রো ব্লগিং সাইট কেনার ব্যাপারে কার্যত ইউ-টার্ন নিলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে (Parag Agrawal) মাস্ক সাফ জানিয়ে দিলেন, টুইটারে ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা ঠিক কত, সেটা লিখিতভাবে জানাতে হবে। এবং সেইমতো নতুন করে চুক্তি করতে হবে। নাহলে তিনি টুইটার কিনবেন না।

Advertisement

20% fake/spam accounts, while 4 times what Twitter claims, could be *much* higher.

My offer was based on Twitter’s SEC filings being accurate.

Yesterday, Twitter’s CEO publicly refused to show proof of

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement