shono
Advertisement

Breaking News

অনলাইনে ফাঁস হয়েছে আপনার ব্যক্তিগত তথ্য? এবার জানিয়ে দেবে Google

কীভাবে জানা যাবে এই তথ্য?
Posted: 01:19 PM Aug 05, 2023Updated: 06:08 PM Aug 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তির উন্নতির সঙ্গে বাড়ছে অনলাইন প্রতারণাও। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনার কথা মাঝে মধ্যেই শোনা যায়। অনেক সময় আপনি হয়তো জানতেও পারেন না আপনার ব্যক্তিগত ডেটা অনলাইন ঘুরে বেড়াচ্ছে। এবার এবিষয়ে মুশকিল আসান করবে গুগল। এই সার্চ ইঞ্জিনই জানিয়ে দেবে সত্যিই তথ্য ফাঁস হয়েছে কি না।

Advertisement

গত সেপ্টেম্বরে মোবাইল এবং ওয়েব প্ল্যাটফর্মে ইউজারদের জন্য ‘রেজাল্ট অ্যাবাউট ইউ’ ড্যাশবোর্ড ফিচারটি এনেছিল গুগল (Google)। সেই ড্যাশবোর্ডটিই আপডেট করে নয়া ফিচার যোগ করেছে এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম। একটা সময় ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে কি না জানতে বহু কাঠখড় পোড়াতে হত। তবে এখন তা একেবারে জলের মতো সহজ করে দিয়েছে গুগল। ড্যাশবোর্ডে নিজের নাম-পরিচয় দিলে সে নিজেই খোঁজার কাজটি করে দেবে। যে যে ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য রয়েছে, সেগুলি আপনার সামনে তুলে ধরা হবে। এবার আপনি সেই ওয়েব পেজগুলিতে গিয়ে দেখে নিতে পারবেন কোন তথ্য ফাঁস হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সেগুলি মুছে দেওয়ার আবেদনও করে দিতে পারবেন।

[আরও পড়ুন: মেসির সঙ্গে দেখা করাই কাল! এলএম টেনের অটোগ্রাফ নিতেই চাকরি গেল সাফাইকর্মীর]

আগে কোনও ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য খুঁজে পাওয়া গেলে তা সরিয়ে দেওয়ার জন্য ম্যানুয়ালি আরজি জানাতে হত। যা বেশ সময়সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে নিজেকে আরও আপডেট করে ফেলেছে গুগল। এখন কোনও ওয়েব পেজে আপনার ঠিকানা, ফোন নম্বর কিংবা ই-মেল আইডি খুঁজে পাওয়া গেলে, নোটিফিকেশনের মাধ্যমে তা আপনাকে নিজেই জানিয়ে দেবে গুগল। ফলে অনায়াসে আপনি তা মুছে ফেলার সুযোগ পাবেন। এতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। নিরাপদ থাকা যাবে প্রতারণার হাত থেকেও। এই ফিচারটি আমেরিকায় চালু হলেও গুগল জানিয়েছে গোটা বিশ্বে একাধিক ভাষায় এই পরিষেবা চালু হবে।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে স্বস্তি পেতেই লালুর সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর, মটন রেঁধে খাওয়ালেন RJD সুপ্রিমো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement