সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোল মানেই হইহুল্লোর। আবির, জল রঙে রঙিন হয়ে ওঠেন সকলেই। সবাই মিলে এক হয়ে আনন্দ হবে কিন্তু ছবি তোলা হবে না, তা কি হয়? একদম না। তাই কম বেশি সকলেই এখন সাধের স্মার্টফোনটি সঙ্গে নিয়ে নামেন রঙের উৎসবে শামিল হতে। এতে মুহূর্তকে হয়তো বন্দি করা যায় কিন্তু রয়েছে সমস্যাও। কিন্তু কোনওভাবে যদি হাত ফসকে জল ঢুকে যায় ফোনে, তাহলে সর্বনাশ। আসুন চটপট জেনে নেওয়া যাক জল ঢুকলেও কীভাবে ঘরোয়া টোটকা ব্যবহার করে তা ঠিক করা যাবে সহজেই।
১. যদি জানেন যে ফোনে জল ঢুকেছে। ততক্ষন পর্যন্ত যদি ফোন অন থাকে তাহলে প্রথমেই সুইচ অফ করুন।
২. ফোন বন্ধ করে প্রথমেই সিম কার্ডটি খুলে রাখুন।
৩. খোলামেলা জায়গায় ফোনটি রাখুন। বর্তমান ফোনগুলোতে ব্য়াটারি খোলার ব্যবস্থা নেই। ফলে উপর থেকে শুকিয়ে গেলে বোঝা সম্ভব নয় যে ভিতরে জল রয়েছে কি না। তাই চেষ্টা করবেন ফোনটি ফ্যানের নিচে রাখার।
৪. ফোনটি ঢুকিয়ে রাখুন চালের ড্রামে। সেক্ষেত্রে ফোন জল ঢুকে থাকলেও চাল তা শুষে নেবে।
তবে ফোনে যাতে জল না ঢোকে তার জন্য আগেভাগেই সতর্ক হতে পারেন আপনি। ভাবছেন তো কীভাবে? এখন সর্বত্র মেলে ফোনের এক ধরনের পাউচ। ট্রান্সপারেন্ট এই পাউচে ফোন রেখে লক করে দিলেও দিব্য ব্যবহার করা যায়। তাই কিনে ফেলতে পারেন বিশেষ ওই পাউচ।
