সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপদে পড়লে অনেকেই বাধ্য হয়ে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার সিদ্ধান্ত নেন। কিন্তু সেক্ষেত্রে পোহাতে হয় অনেক ঝক্কি। সেই সব কথা মাথায় রেখে বড়সড় সিদ্ধান্ত নিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। জানা যাচ্ছে, এবার ইউপিআই ব্যবহার করেই তোলা যাবে পিএফের টাকা।
ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, এবার পিএফের টাকা তোলা যাবে ইউপিআই ব্য়বহার করেই। অর্থাৎ পেটিএম, গুগল পে, ফোন পে ব্যবহার করেই তোলা যাবে পিএফের টাকা। এতে কোনও ঝক্কি থাকবে না। এক ক্লিকে কয়েক মিনিটেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে টাকা। যা ইপিএফও-এর অধীনে থাকা কর্মীদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, আগামী মে-জুন মাসের মধ্যেই এই ফিচার কার্যকর হবে।
বর্তমানে পিএফের টাকা তুলতে সময় লাগে তিন থেকে চারদিন। অনলাইনে আবেদন করার নির্দিষ্ট সময় পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে ঢাকা। কিন্তু নতুন পদ্ধতিতে মাত্র কয়েকমিনিটেই এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে বলেই জানা যাচ্ছে। খুব প্রয়োজন ছাড়া কেউ-ই পিএফের টাকা তোলেন না। ফলে পদ্ধতি সহজ হলে তা সকলের জন্যই অত্যন্ত সুবিধাজনক বলে মনে করছেন সকলেই।