shono
Advertisement
Instagram

শিডিউল চ্যাট থেকে মেসেজ ট্রান্সলেশন! ইউজারদের জন্য আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির Instagram

জেনে নিন নতুন কোন কোন ফিচারের সুবিধা পাবেন।
Published By: Tiyasha SarkarPosted: 04:48 PM Feb 20, 2025Updated: 04:48 PM Feb 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেন Z-শুধু নয়, বর্তমানে আট থেকে আশি সকলেই কমবেশি ইনস্টাগ্রাম ব্যবহার করেন। ইউজারদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি। এবার ডিএম (ডিরেক্ট মেসেজ)-এ একাধিক বদল আনল সংস্থা। এর ফলে চ্যাটিং আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

মেসেজ ট্রান্সলেশন- ধরুন অপরিচিত কারও সঙ্গে কথা বলছেন। সেখানে ভাষা একটা সমস্যা হয়ে দাঁড়াতেই পারে। এই সমস্যার সমাধান নিয়ে হাজির ইনস্টা। এবার নিমেষেই ট্রান্সলেট করতে পারবেন যে কোনও মেসেজ। যে চ্যাটটি ট্রান্সলেট করতে চান, সেটিতে ট্যাপ করলে মিলবে ট্রান্সলেট অপশন। তাতে ক্লিক করলে স্ক্রিনে ভেসে উঠবে ট্রান্সলেটেড মেসেজ।

মিউজিক স্টিকার- এবার ইনস্টাগ্রাম চ্যাটে পাঠাতে পারবেন মিউজিক স্টিকার। কোন স্টিকারের সঙ্গে কোন গান জুড়বেন সেটা একেবারেই ব্যবহারকারীর সিদ্ধান্ত। পাঠানোর আগে দেখতে পাবেন প্রিভিউও।

শিডিউল মেসেজ- ধরুন রাতে কাউকে মেসেজ করার কথা। কিন্তু কাজের চাপে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এখন আর ভাবতে হবে না এই নিয়ে। এবার থেকে ইনস্টাগ্রামে মেসেজ শিডিউল করতে পারবেন আপনিও।

পিনড চ্যাট- হোয়াটস অ্যাপে বহুদিন ধরেই মেসেজ পিন করা যায়। এবার সেই সুবিধা মিলবে ইনস্টাগ্রামেও।

QR কোড- গ্রুপ চ্যাটের জন্য কিউআর কোড ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম। তার জন্য প্রথমে গ্রুপে যান। গ্রুপের নামে ট্যাপ করতে হবে তারপর। এরপর ইনভাইট লিঙ্কে ক্লিক করুন। ট্যাপ করুন কিআউআর কোডে। এরপরই কোডটি শেয়ার করে গ্রুপ চ্যাটের জন্য যে কাউকে ইনভাইট করতে পারবেন আপনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জেন Z-শুধু নয়, বর্তমানে আট থেকে আশি সকলেই কমবেশি ইনস্টাগ্রাম ব্যবহার করেন।
  • ইউজারদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি।
  • এবার ডিএম-এ একাধিক বদল আনল সংস্থা। এর ফলে চ্যাটিং আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
Advertisement