shono
Advertisement

Breaking News

মাত্র ১০টি খালি প্যাকেট জমা দিলেই বিনামূল্যে মিলবে ম্যাগি!

কীভাবে জানেন? The post মাত্র ১০টি খালি প্যাকেট জমা দিলেই বিনামূল্যে মিলবে ম্যাগি! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:08 PM Nov 18, 2018Updated: 07:14 PM Nov 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ম্যাগি ম্যাগি ম্যাগি…’ এই জিংগলের সঙ্গে পরিচিত নন এমন ভারতীয় খুঁজে পাওয়া কঠিন৷ সেই কবে থেকে সকলের সঙ্গে একাত্ম হয়ে রয়েছে ম্যাগি৷ ভারতীয়দের কাছে ইনস্ট্যান্ট নুডলসের সমার্থক শব্দ ‘ম্যাগি’৷ আট থেকে আশি, অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে দু’মিনিটের এই খাবার৷ প্রথম দিন থেকেই একটা বিষয় খুব স্পষ্ট যে, ভারতে কেবল ব্যবসা করতেই আসেননি ‘ম্যাগি’ প্রস্তুতকারী সংস্থা নেসলে৷ সমাজের প্রতি কিছু দায়বদ্ধতাও বহন করছে কোম্পানিটি৷ তাই বারবার সমাজ সচেতনতা মূলক প্রচারের অংশ হতে দেখা গিয়েছে তাঁদের৷ তাদের প্রোডাক্টগুলির বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন সময়ে সমাজকে সচেতন করার কাজ করেছে এই সুইস কোম্পানিটি৷ এবার সেই তালিকায় যুক্ত হল তাঁদের আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ৷ সম্প্রতি একটি নয়া অফার চালু করেছে সংস্থাটি৷ যার ফলে কোনও গ্রাহক ম্যাগি নুডুলসের দশটি খালি প্যাকেট ফেরত দিলে বিনামূল্যে পাবেন এক প্যাকেট ম্যাগি নুডুলস৷

Advertisement

[জানেন, কলকাতার কোন রেস্তরাঁয় গেলে মিলবে ২৫০ রকম স্বাদের রসগোল্লা?]

পরীক্ষামূলক ভাবে দেরাদুন ও মুসৌরিতে চালু করা হয়েছে এই অফারটি৷ এই কাজে নেসলেকে সাহায্য করছে সেখানকার নির্দিষ্ট ২৫০টি পাইকারি বিক্রেতা৷ বিক্রেতাদের বক্তব্য, কোনও গ্রাহক ম্যাগি নুডুলসের দশটি খালি প্যাকেট তাঁদের কাছে জমা করলে, বদলে এক প্যাকেট ম্যাগি বিনামূল্যে সেই গ্রাহককে দেবেন তাঁরা৷ নেসলের তরফ থেকে এই অফারের নাম দেওয়া হয়েছে ‘MAGGI Wrappers return’ ৷ সূত্রের খবর, এই অফারটি পরীক্ষামূলক ভাবে প্রথমে ওই দুই শহরেই শুরু করেছে নেসলে৷ সেখানে এই আইডিয়া সফল হলে, ধীরে ধীরে তা সমগ্র দেশে চালু হবে৷ নেসলে ইন্ডিয়ার মুখপাত্র জানান, “আমরা আশাবাদী যে, এই অফারের মাধ্যমে গ্রাহকদের সচেতন করতে পারব আমরা৷” রিপোর্ট বলছে, এই দুই শহরে দূষণের প্রধান কারণই হল প্লাস্টিক এবং সেক্ষেত্রে ম্যাগি নুডলসের প্যাকেটই বেশি মিলেছে৷ সেই রিপোর্টের ভিত্তিতেই এমন সচেতনতা মূলক প্রচারাভিযান শুরু করেছে নেসলে ইন্ডিয়া৷

[স্বাদ বদল হোক নিরামিষ মাংসে, রইল আরও দুই পদ]

কয়েক বছর আগেই বিতর্কে জড়ায় নেসলে কোম্পানির বিখ্যাত এই নুডলস৷ সংবাদ শিরোনামে উঠে আসে ম্যাগি৷ প্রচুর পরিমাণে সীসা ও আজিনামোটোর উপস্থিতি মেলে ম্যাগিতে৷ যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে জানান চিকিৎসকরা৷ এই ঘটনার পরই সমগ্র দেশে ম্যাগিকে নিষিদ্ধ করার দাবি ওঠে৷ ‘ম্যাগি’-র লাইসেন্স বাতিল করার দাবি জানান বিশেষজ্ঞরা৷ যদিও প্রথমে এই অভিযোগ মানতে চাননি ম্যাগির প্রস্তুতকারক কোম্পানি নেসলে। পরে পরিস্থিতি সামাল দেন তারা৷ এর কয়েকদিন পর একদম নয়া মোড়কে ম্যাগিকে বাজারে নিয়ে আসে নেসলে৷

The post মাত্র ১০টি খালি প্যাকেট জমা দিলেই বিনামূল্যে মিলবে ম্যাগি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement