সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তি ক্ষেত্রে গোটা বিশ্বকে টেক্কা দিল চিন। এবার সেদেশে চালু হয়ে গেল ১০জি ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক! প্রাথমিক ভাবে হেবাই প্রদেশের জিয়ংঅন এলাকায় চালু হয়েছে তীব্র গতির এই ইন্টারনেট পরিষেবা। দুই সংস্থা হুয়াই এবং চিনা ইউনিকর্ন যৌথ উদ্যোগে এই নেটওয়ার্ক পরিষেবা চালু করেছে। যুগান্তকারী এই নেটওয়ার্কের গতি ৯,৮০০ এমবিপিএস।
নিউস এজি-র প্রতিবেদন অনুযায়ী, জিয়ংঅন বেজিং থেকে খুব দূরে নয়। এলাকাটি চিনের প্রযুক্তি হাব হিসাবে পরিচিত। বিশ্বের প্রথম ৫০জি PON সমাধানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই নেটওয়ার্ক। দুই সংস্থার তরফে সোশাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, ফাইবার-অপটিক অ্যাক্সেস নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়নের জন্য ধন্যবাদ। একজন ব্যবহারকারী খুব সহজেই জিগাবাইট স্তর থেকে ১০জি স্তরে পৌঁছে যাচ্ছে।
দুই সংস্থার তরফে আরও দাবি করা হয়েছে, নেটওয়ার্কের গতি ৯,৮০০ এমবিপিএস হলেও তা কার্যক্ষেত্রে ৯৮৩৪ এমবিপিএস অবধি পৌঁছে যায়। অন্যদিকে আপলোডের সময় গতি ১০০৮ এমবিপিএস। বলা বাহুল্য, বর্তমানে বিভিন্ন সংস্থার যে ব্রডব্যান্ড পরিষেবাগুলি রয়েছে তার তুলনায় গতিবেগ অনেক বেশি। উল্লেখ্য, চিন ক্রমশ পরবর্তী প্রজন্মের জন্য দেশজুড়ে নেটওয়ার্ক পরিষেবা উন্নত করে তুলছে। এই মুহূর্তে ৫জি পরিষেবা রয়েছে ৪.২৪ মিলিয়ান স্টেশনে। যা গোটা পৃথিবীতে সব থেকে বেশি।
