shono
Advertisement

বিনামূল্যে ১০০ জিবি ডেটা দিচ্ছে জিও! জেনে নিন কীভাবে মিলবে এই সুযোগ

আকাশ আম্বানি দায়িত্ব নেওয়ার পরই গ্রাহকদের জন্য নতুন অফার।
Posted: 04:42 PM Jul 16, 2022Updated: 04:42 PM Jul 16, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য রিলায়েন্স জিও (Jio) ইনফোকম লিমিটেডের নতুন চেয়ারম্যান হয়েছেন আকাশ আম্বানি (Akash Ambani)। তিনি দায়িত্ব নেওয়ার পরই সংস্থার তরফে গ্রাহকদের জন্য দেওয়া হল এক দারুণ আকর্ষণীয় অফার। কী এই নতুন অফার? HP স্মার্ট সিম ল্যাপটপে এবার দেওয়া হয়েছে একেবারে ১০০ জিবি ডেটা, সম্পূর্ণ বিনামূল্যে। ওই ডেটার মূল্য ১ হাজার ৫০০ টাকা। কিন্তু reliancedigital.in এবং JioMart.com থেকে কিনলে সেই ডেটাই পাওয়া যাবে অতিরিক্ত কোনও খরচ ছাড়াই। তবে সেজন্য গ্রাহকের কাছে থাকতেই হবে HP স্মার্ট সিম। অন্যথায় এই অফারের সুযোগ মিলবে না।

Advertisement

নতুন গ্রাহক ও কিছু নির্দিষ্ট এইচপি ল্যাপটপের ক্ষেত্রেই এই বিশেষ বিনামূল্যের ডেটা মিলবে। কাজেই আপনি যদি এই অফারের সুযোগ পেতে চান, তাহলে যে কোনও ল্যাপটপ কিনলেই হবে না। ৩৬৫ দিনের জন্য বিনামূল্যে ১০০ জিবি ডেটা পেতে হলে আপনাকে কিনতে হবে HP 14ef1003tu ও HP 14ef1002tu মডেলের ল্যাপটপ।

এই মডেলের ল্যাপটপ কিনলে আপনাকে একটি নতুন জিও সিম দেওয়া হবে। আর সেই সিমের সাহায্য়েই আপনি ১০০ জিবি ডেটা বিনামূল্যে পাবেন, যার আসল মূল্য ১ হাজার ৫০০ টাকা। যখন এই ডেটা শেষ হয়ে যাবে, তখনও আপনি সার্ফিং করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার নেটের স্পিড হবে ৬৪ কেবিপিএস। সেক্ষেত্রে গতি বাড়াতে নতুন নেট প্যাক রিচার্জ করতে হবে।

তাহলে একনজরে জেনে নেওয়া যাক অফলাইন কেনাকাটার মাধ্যমে কীভাবে এই অফারের সুযোগ মিলবে-

  • নিকটবর্তী রিলায়েন্স ডিজিটালব থেকে নতুন একটি এইচপি স্মার্ট সিম ল্যাপটপ কিনুন।
  • স্টোরের এক্সিকিউটিভকে অনুরোধ করুন নতুন জিও সিমটি অ্যাক্টিভেট করে দিতে।
  • সেজন্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন। ব্যাস। এবার সিমটি ল্যাপটপে প্রবেশ করান আর মজা নিন বিনামূল্যে ডেটার।

আসুন এবার জেনে নিন অনলাইন কেনাকাটির ক্ষেত্রে কীভাবে সুযোগ নেবেন-

  • reliancedigital.in অথবা JioMart.com-এ যান। সেখান থেকে নতুন এইচপি সিম ল্যাপটপ কিনুন।
  • ল্যাপটপটি হাতে এলে নিকবর্তী রিলায়েন্স ডিজিটাল স্টোরে যান ৭ দিনের মধ্যে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন। সিমটি অ্যাক্টিভেট হলে ল্যাপটপের মধ্যে ঢুকিয়ে দিলেই নেট প্যাকটি ব্যবহার করা যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement