সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানে সবাই। সবাই মানে। কিন্তু প্রকাশ্যে বলতে বড্ড লুকোছাপা। আহা! ওতো চার দেওয়ালের অন্দরের কাহিনি। কিন্তু গোপন এই কম্মটি নিয়েই কৌতূহল প্রচুর। তাহলে উপায়? গুগল (Google)। হ্যাঁ, তাতেই জানতে চাওয়া হয় যৌনতা নিয়ে নানা প্রশ্ন। কোন বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল?
যৌনসুখ নিয়ে প্রশ্ন প্রচুর। অনেকেই জানতে চান কেন দুই শরীরের আদরে এত সুখ পাওয়া যায়? এর নেপথ্যে রয়েছে ডোপামিন, সেরোটনিন আর অক্সিটোসিনের মতো হরমোন। পছন্দের মানুষের ছোঁয়ায় যা সক্রিয় হয়ে ওঠে।
অর্গ্যাজম কেন হয়? এটি একটি একটি জটিল মনস্তাত্ত্বিক এবং জৈবিক অভিজ্ঞতা, যা বোঝার চাইতে অনুভব করা বেশি প্রয়োজন। অনেকে আবার এও জানতে চান মেয়েদের কীভাবে অর্গ্যাজম বা চরমসুখের অনুভূতি দেওয়া যায়।
[আরও পড়ুন: যৌন জীবন একঘেয়ে? নতুন ৪ কৌশলে আগুন জ্বালান ফিকে হওয়া আদরে]
যৌনতা নিয়ে অনেকেই স্বপ্ন দেখেন। তার জেরে আবার দুশ্চিন্তাতেও পড়ে যান। কোনও সমস্যা নয়তো? এই প্রশ্নের উত্তর গুগলের মাধ্যমে জানার চেষ্টা করেন। আবার স্বপ্নের অর্থও খোঁজার চেষ্টা করেন।
যৌনরোগের উপসর্গ হলে বা গোপনাঙ্গে কোনও সমস্যা হলে এখনও অনেকে প্রকাশ্যে বলতে দ্বিধা বোধ করেন। তার চেয়ে গুগলের মাধ্যমে একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করেন। তবে এমন সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নেওয়াই ভালো।
পুরুষাঙ্গের মাপ ঠিক কতটা হওয়া উচিত? তা নিয়েও প্রচুর কৌতূহল থাকে। অনেকে আবার সঙ্গীকে সুখ দিতে পারবেন কিনা, তাও বুঝে নিতে চান।