shono
Advertisement

নতুন সম্পর্কে জড়িয়েও দিনভর সোশাল মিডিয়ায় প্রাক্তনকে স্টক! প্রেমিকের সঙ্গে প্রতারণা নয় তো?

কী বলছেন বিশেষজ্ঞরা?
Published By: Tiyasha SarkarPosted: 06:06 PM Nov 17, 2025Updated: 06:06 PM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছেদের পরও প্রাক্তনের সোশাল মিডিয়ায় নজর রাখেন অনেকেই। তবে কেউ কেউ আবার নতুন সম্পর্কে জড়ালেও প্রাক্তনের প্রতিমুহূর্তের আপডেট জানতে ব্যাকুল থাকেন। ফলে ঘুম থেকে উঠেই প্রথম ঢুঁ মারেন প্রাক্তনের সোশাল মিডিয়ায় অ্যাকাউন্টে। আদৌ কি এটা ঠিক? প্রেমিকের সঙ্গে প্রতারণা নয় তো?

Advertisement

জীবনে চলার পথে প্রেমের মতোই সত্যি বিচ্ছেদ। প্রত্যেকেরই এই অভিজ্ঞতা রয়েছে। তবে সকলের কাছে বিচ্ছেদের আঘাত ও সেখান থেকে নিজেকে বের করে আনার পদ্ধতি ও লড়াই আলাদা। কিন্তু কঠিন সময়টা পেরিয়ে যাওয়া মানেই যে প্রাক্তনকে চিরতরে ভুলে যাওয়া, তা কিন্তু একেবারেই নয়। প্রিয় মানুষটা চলে গেলেও স্মৃতির পাতায় থেকেই যায়। যে পথে একসঙ্গে হেঁটেছেন, যে রেঁস্তরায় একসঙ্গে চুটিয়ে মজা করেছেন, তার সামনে দিয়ে গেলেও একলহমায় মনে পড়ে যায় সেই সব হারানো দিন। অথবা মনখারাপের রাতে মনে পড়ে যায় তাঁকে। যা একেবারেই স্বাভাবিক। কিন্তু অনেকেই আছেন, যারা বিচ্ছেদের পরও প্রতিদিন নিয়ম করে প্রাক্তনের সোশাল মিডিয়ায় নজরদারি চালান। কারণ, তাঁরা জানতে চান তিনি কী করছেন, কেমন আছেন, কার সঙ্গে আছেন। অর্থাৎ প্রাক্তনের প্রতিমুহূর্তের আপডেট রাখতে চান এরা।

বিশেষজ্ঞদের কথায়, বিষয়টা একেবারেই ঠিক নয়। কিন্তু কেন? কারণ, প্রত্যেকের বিচ্ছেদের পিছনে কোনও না কোনও কারণ থাকে। কোনও এক মুহূর্তে একজন ভালো থাকতে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। অন্যজন চান বা না-চান, মেনে নেন। প্রথমদিকে প্রিয় মানুষের থেকে দূরে চলে যাওয়া কঠিন হলেও সময়ের নিয়মে আস্তে আস্তে সবটা স্বাভাবিক হয়ে যায়। কথাতেই আছে চোখের আড়াল মানেই মনের আড়াল। তাই আগে বিচ্ছেদের পর দেখা পাওয়ার সম্ভাবনাও সে অর্থে ছিল না, যা ক্ষত সারাতে সাহায্য করত। কিন্তু সোশাল মিডিয়ার যুগে না চাইলেও নজরে পড়তে বাধ্য প্রাক্তনের গতিবিধি। ফলে বিচ্ছেদের যন্ত্রণা ভোলা এমনিতেই একটু বেশিই কঠিন। তার উপর যারা নতুন সম্পর্কে জড়িয়েও প্রাক্তনকে স্টক করেন, তাঁরা আদতে মনে মনে নাকি তখনও পুরনো সম্পর্কেই থাকেন। তাঁরা ভাবেন ম্যাজিকে মতো করে ফিরে আসবে প্রাক্তন। অর্থাৎ মন থাকে তাঁদের প্রাক্তনের কাছেই, যা অবশ্যই বর্তমান প্রেমিকের সঙ্গে প্রতারণা। একইভাবে বর্তমান প্রেমিক যদি জানতে পারেন তাঁর প্রেমিকা প্রাক্তনের উপর নজর রাখছেন, তিনিও প্রতারিত হচ্ছেন বলে মনে করেন। যা আদতে সম্পর্কের জন্য ক্ষতিকর। তাই চেষ্টা করুন, যে পথ ছেড়ে এসেছেন, সে পথের দিকে ফিরে না তাকাতে। তাতেই সুন্দর হবে জীবন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেউ কেউ আবার নতুন সম্পর্কে জড়ালেও প্রাক্তনের প্রতিমুহূর্তের আপডেট জানতে ব্যাকুল থাকেন। ফলে ঘুম থেকে উঠেই প্রথম ঢুঁ মারেন প্রাক্তনের সোশাল মিডিয়ায় অ্যাকাউন্টে।
  • নতুন সম্পর্কে জড়িয়েও প্রাক্তনকে স্টক করেন, তাঁরা আদতে মনে মনে নাকি তখনও পুরনো সম্পর্কেই থাকেন। তাঁরা ভাবেন ম্যাজিকে মতো করে ফিরে আসবে প্রাক্তন।
Advertisement