সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। আজ যার সঙ্গে প্রতিমুহূর্তে কথা হচ্ছে। একটা সময় হয়তো মনেও করতে পারবেন না যে কবে শেষ কথা হয়েছিল। তবে দূরত্ব কিন্তু একদিনে বাড়ে না। একজন অনেক আগেই নিজেকে সরিয়ে নেয়। ধীরে ধীরে নিচের আচরণে বুঝিয়ে দেয় যে সম্পর্কের প্রতি আগ্রহ তাঁর কমছে। একটা সময়ের পর বিচ্ছেদ অনির্বায। চলুন আজ জেনে নেওয়া যাক কোন আচরণ বুঝিয়ে দেয় আগ্রহ হারিয়েছে প্রেমিক।
১. হয়তো কখনও তিনি মেসেজ করছেন, ফোন করছেন। আচমকা দেখলেন তিনি ভ্যানিশ। ঘণ্টার পর ঘণ্টা বা কয়েকদিন তাঁর হদিশ নেই। মেসেজের উত্তরও নেই। সব থেকে বড় কথা, কেন উধাও হয়েছিলেন তার কোনও ব্যাখ্যাও আপনি পাবেন না। মনে রাখবেন, যে ভালোবাসে যে সে কোনও পরিস্থিতিতেই আপনার জন্য সময় বের করবেই।
২. আজ হয়তো আপনার প্রতি ভীষণ কেয়ারিং সে। কাল পাত্তাই দিচ্ছে না! এবার আপনি ভাবতে বসবেন, তবে কি অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছেন? দিনভর মাথায় ঘুরবে এই বিষয়টাই। আদতে কিন্তু তা নয়। বুঝবেন প্রেমিক আগ্রহ হারিয়েছেন আপনার প্রতি। ভালোবাসা উধাও হয়েছে তবে তা জানানোর মতো মানসিক জোর তৈরি করতে পারেনি।
৩. আগে দীর্ঘক্ষণ একসঙ্গে কাটাতেন। ঘুরতে যেতেন, খেতে যেতেন রেস্তরাঁয়। কিন্তু এখন কোথাও যাওয়ার কথা বললেই প্রেমিক ব্যস্ততা দেখায়? বুঝে নিন আপনি গুরুত্ব হারিয়েছেন।
ছবি: প্রতীকী
৪. শুধুমাত্র নিজের ইচ্ছে হলে বা সময় পেলে আপনাকে মেসেজ বা ফোন করে সঙ্গী? আপনি কথা বলতে চাইলে তাতে গুরুত্বই দেয় না? বুঝে নিন দূরত্ব বেড়েছে অনেকটা। বিচ্ছেদ সময়ের অপেক্ষা মাত্র।
৫. সম্পর্কে সমস্যা হয়েছে বুঝে প্রেমিকের সঙ্গে কথা বলতে চাইলেই সে এড়িয়ে যায়? হয় পরে কথা বলবে বলে বা টপিকটাই পালটে ফেলে? বুঝে নিন তিনি সমস্যা সমাধানের চেষ্টাই করছেন না। কারণ আপনার প্রতি তার আগ্রহ হারিয়েছে।
৬. সঙ্গীর আচরণ কি বারবার আপনার মনে নিজেকে নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে? ভাবছেন কিছু ভুল করলাম না তো? বা সে সত্যিই আপনার প্রতি কেয়ারিং কি না, সেই প্রশ্ন জাগছে মনে, তাহলে সতর্ক হন।
৭. সম্পর্কে দুটো মানুষের ভূমিকাই সমান হওয়া প্রয়োজন। যদি দেখেন আপনাকেই সবটা করতে হচ্ছে। সব আয়োজন শুধু আপনার তরফেই, তাহলে বুঝে নিন সমস্যা রয়েছে।
৮. সঙ্গী কি পরিবারের সঙ্গে আপনাকে পরিচয় করায়নি বা তাঁদের জানায়নি আপনার কথা? তাহলে মনে রাখবেন, যে আপনাকে নিয়ে সিরিয়াস সে কিন্তু ভালোবাসা বা আপনার কথা কখনই গোপন করবে না।
৯. সুযোগ পেলেই অন্যদের সঙ্গে ফ্লার্টিং করে সঙ্গী? ইনবক্সে বহুজনের মেসেজের ভিড়? জানবেন যে ভালোবাসে সে কখনই এমন কিছু করে না যাতে আপনাকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়।
১০. কথা দিয়ে বারবার তা ভাঙে? দেখা করার প্রতিশ্রুতি দিয়ে আপনাকে অপেক্ষা করায়, কিন্তু আসে না? দুঃখপ্রকাশের প্রয়োজনও মনে করে না? সতর্ক হয়ে যান এখনই। জানবেন সঙ্গী আপনার থেকে অনেকটা দূরে সরে গিয়েছে।
