shono
Advertisement
WhatsApp

লাগবে না পিন! হোয়াটসঅ্যাপে আর্থিক লেনদেন এখন আরও সহজ

জেনে নিন খুঁটিনাটি।
Published By: Tiyasha SarkarPosted: 04:58 PM Feb 27, 2025Updated: 04:58 PM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে অধিকাংশ মানুষই যাবতীয় লেনদেন করেন অনলাইনেই। সেই কথা মাথায় রেখে আগেই পেমেন্ট ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। এবার মিলতে চলেছে বাড়তি সুবিধা। পেমেন্ট সংক্রান্ত ফিচারে বড়সড় বদল আনতে চলেছে সংস্থা। যার ফলে লেনদেন আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে। হোয়াটসঅ্য়াপে পেমেন্টের এই নয়া ফিচার গুগল পে, ফোন পে-কে রীতিমতো টেক্কা দেবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? সংস্থা সূত্রে খবর, UPI লাইট নামে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। ভাবছেন তো এর সুবিধা কী? সংস্থার দাবি, এবার লেনদেন হবে আরও সহজ। ছোটখাটো লেনদেনে আর লাগবে না পিন। ফলে আরও কম সময়ে পাঠানো যাবে টাকা। সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু করা হয়েছে। পরবর্তীতে সকলেই এই ফিচারের সুবিধা পাবেন।

প্রসঙ্গত, আরও একটি ফিচার এসেছে হোয়াটসঅ্যাপে। সেটি হল অডিও মেসেজ ট্রান্সলেশন। আগেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছিল। এবার সকলেই এই ফিচারের সুবিধা পাবেন। ‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ব্যবহার করে অডিও মেসেজ লিখিত টেক্সটের চেহারা দেবে নয়া ফিচার। কেবল ইংরেজি নয়, অন্য ভাষাতেও টেক্সট করা যাবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্তমান সময়ে দাঁড়িয়ে অধিকাংশ মানুষই যাবতীয় লেনদেন করেন অনলাইনেই।
  • সেই কথা মাথায় রেখে আগেই পেমেন্ট ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। এবার মিলতে চলেছে বাড়তি সুবিধা। পেমেন্ট সংক্রান্ত ফিচারে বড়সড় বদল আনতে চলেছে সংস্থা। যার ফলে লেনদেন আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে।
  • হোয়াটসঅ্য়াপে পেমেন্টের এই নয়া ফিচার গুগল পে, ফোন পে-কে রীতিমতো টেক্কা দেবে বলেই মনে করা হচ্ছে।
Advertisement