shono
Advertisement
WhatsApp

হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং ফিচারে আসছে বড়সড় বদল! ব্যাপারটা কী?

কী জানাল সংস্থা?
Published By: Subhankar PatraPosted: 05:17 PM Mar 14, 2025Updated: 05:17 PM Mar 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ব্যবহারকারীদের কাছে অ্যাপটিকে আরও আকর্ষণীয় করতে এবার ভিডিও কলিংয়ে নয়া ফিচার আনছে সংস্থা। যা নিরাপত্তা আরও জোরদার করবে, এমনটাই জানা গিয়েছে। নিশ্চয় ভাবছেন কী এই ফিচার? এবার ভিডিও কল রিসিভ করার আগে আপনাকেই অন করতে হবে ফোনের ফ্রন্ট ক্যামেরা।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? বর্তমানে হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও কল করলে স্ক্রিনে কলটি গ্রহণ করা বা কেটে দেওয়ার অপশন ভেসে ওঠে। কিন্তু ক্যামেরাটি অন থাকে। তবে নয়া এই ফিচারে নিজেকেই অন করতে হবে ক্যামেরা। বর্তমান সময়ে আট থেকে আশি সকলেই হোয়াটসঅ্য়াপে সরগর। না বুঝেই অনেকে ভিডিও কল রিসিভ করে বিপদে পড়েন। কিন্তু নতুন ফিচার চালু হলে এই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছে সংস্থা। জানা গিয়েছে, পরবর্তী আপডেটেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন।

তবে এই প্রথম নয়। মাঝে মধ্যেই ব্যবহারকারীদের স্বার্থে নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় জুকারবার্গের সংস্থা। সম্প্রতি এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে অডিও মেসেজ ট্রান্সলেশন অপশন। আগেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছিল। এখন সকলেই এই ফিচারের সুবিধা পাচ্ছেন। 'স্পিচ রেকগনিশন টেকনোলজিব্যবহার করে অডিও মেসেজ লিখিত টেক্সটের চেহারা দিচ্ছে নয়া ফিচার। কেবল ইংরেজি নয়, অন্য ভাষাতেও টেক্সট করা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বেড়েই চলেছে।
  • ব্যবহারকারীদের কাছে অ্যাপটিকে আরও আকর্ষণীয় করতে এবার ভিডিও কলিংয়ে নয়া ফিচার আনছে সংস্থা।
  • যা নিরাপত্তা আরও জোরদার করবে, এমনটাই জানা গিয়েছে।
Advertisement