shono
Advertisement
Where is my Bus

বাস কতদূর? এবার মুহূর্তে তা জানিয়ে দেবে 'হোয়‍্যার ইজ মাই বাস' অ্যাপ

চালকদের গতিবিধি নজরে রাখা দেওয়া হবে মোবাইল।
Published By: Tiyasha SarkarPosted: 02:14 PM Feb 24, 2025Updated: 02:14 PM Feb 24, 2025

নব্যেন্দু হাজরা: 'হোয়‍্যার ইজ মাই ট্রেন'-এর ধাঁচে এবার বাসের অবস্থান জানাতে চালু হতে চলেছে নতুন অ্যাপ। নাম 'হোয়‍্যার ইজ মাই বাস'। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা জেনে যাবেন বাসের অবস্থান, কতক্ষণ পর তা স্টপেজে আসবে ইত্যাদি। সরকারি-বেসরকারি উভয় বাসকেই এই অ্যাপের আওতায় আনা হবে। ফলে যাত্রীরা ট্রেনের মতো বাস কখন স্টপেজে আসবে তা এই অ্যাপে ক্লিক করেই জেনে যাবেন। যা যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

প্রথমে যাত্রীসাথীর আওতায় এই পরিষেবা চালুর কথা ভাবা হলেও পরে ঠিক হয় একেবারে নতুন অ্যাপ-ই আসবে। প্রথমে শহরের বাসের জন্য এই অ্যাপ চালু হলেও ভবিষ্যতে এসবিএসটিসি এবং এনবিএসটিসি-র বাসকেও এই অ্যাপের আওতায় আনা হবে। পাশাপাশি আগামী দিনে শহরের রাস্তায় বেসরকারি বাসের চেহারাও আমূল বদলে যেতে চলেছে। তোবড়ানো, ভাঙা রংচটা, লজঝড়ে বাস আর দেখা যাবে না। কারণ বাসে বিজ্ঞাপন লাগানো হবে। শুক্রবার পরিবহণ ভবনে এ বিষয়ে একটি বৈঠক হয়। সেখানে ঠিক হয়েছে, বাসে বিজ্ঞাপনের ব্যবস্থা করবে পরিবহণ দপ্তরই। তারাই বিজ্ঞাপনদাতা জোগাড় করবে। সেখান থেকে যা আয় হবে, তা দিয়ে চালকদের একটি করে মোবাইল দেওয়া হবে।

আগামীদিনে প্রত্যেক চালকের হাতে স্মার্টফোন বাধ্যতামূলক হতে চলেছে। বাসের রেষারেষি বন্ধে চালকদের গতিবিধিও স্ক্যানারের আওতায় আনা হচ্ছে। ভবিষ্যতে স্টিয়ারিং ধরার আগে চালককে তাঁর ফোন থেকে কিউ আর কোড স্ক্যান করতে হবে। তৎক্ষণাৎ তা পরিবহণ দপ্তরের আইটি স্ক্যানারে চলে যাবে। এর পর যাত্রাপথে কোনও দুর্ঘটনা, রেষারেষি অথবা ট্রাফিক সিগন্যাল ভাঙার মতো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা পরিবহণ দপ্তর জানতে পারবে। সেইমতো সতর্ক করা হবে চালককে। প্রথম দফায় পাইলট প্রোজেক্টে দমদম বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে যাওয়া ১২টি রুটে সরকারি এবং ১০টি বেসরকারি বাসরুটে এই পদ্ধতি চালু হতে চলেছে। এর ফলে বাসের মালিকরা তাদের বাস রুট মেনে চলছে কি না, ওভারটেক করছে কি না ইত্যাদি বিষয়গুলো ঘরে বসেই দেখতে পাবেন। কিন্তু তার জন্য প্রত্যেক চালকের হাতে মোবাইল দিতে হবে। যেখানে নতুন এই অ্যাপ থাকবে।

বাসমালিকরা জানিয়েছেন, নতুন এই মেবাইলের খরচ তাঁরা করতে পারবেন না। সে ক্ষেত্রে তাই বাসে বিজ্ঞাপন দিয়ে সেখান থেকে যে আয় হবে, তা দিয়ে মোবাইল দেওয়ার কথা ভাবা হয়েছে। সারা বাংলা বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "সরকারের সঙ্গে আলোচনা চলছে। বিজ্ঞাপনের বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। কারণ আমাদের পক্ষে চালকদের মোবাইল কিনে দেওয়া সম্ভব নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'হোয়‍্যার ইজ মাই ট্রেন'-এর ধাঁচে এবার বাসের অবস্থান জানতে চালু হতে চলেছে নতুন অ্যাপ।
  • নাম 'হোয়‍্যার ইজ মাই বাস'। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা জেনে যাবেন বাসের অবস্থান, কতক্ষণ পর তা স্টপেজে আসবে ইত্যাদি। সরকারি-বেসরকারি উভয় বাসকেই এই অ্যাপের আওতায় আনা হবে।
  • ফলে যাত্রীরা ট্রেনের মতো বাস কখন স্টপেজে আসবে তা এই অ্যাপে ক্লিক করেই জেনে যাবেন।
Advertisement