সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের শেষে রাত। রাতের কোলে ঘুম। এই ঘুম যদি ঠিক না হয় তাহলে তো আগামিকালের শুরুটাই ঠিক করে হবে না। অনিদ্রার সমস্যা আজকাল বড্ড বেড়েছে। এর কারণ একাধিক। আধুনিক জীবনের অনিশ্চয়তা, দুশ্চিন্তা। আবার রোজকার এমন কিছু অভ্যাস যা শোয়ার একেবারেই করা উচিত নয়।
যে বিছানায় শোবেন তার পাশে মোবাইল একদমই রাখবেন না। এই পরামর্শ প্রায় সমস্ত চিকিৎসকই দিয়ে থাকেন। এক তো মোবাইল হাতের কাছে থাকলে বারবার তা দেখতে ইচ্ছে করবে। আরেক হচ্ছে মোবাইলের ক্ষতিকারক রশ্মি। যা চোখ এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে।
অনেকেরই বিছানায় খাবার খাওয়ার অভ্যাস। আবার অনেকে বিছানার পাশেই খাবার রেখে দেন যাতে প্রয়োজনে সেখান থেকে নিয়ে অনায়াসেই খেয়ে ফেলতে পারেন। এমনটা করা একদম উচিত নয়। কারণ খাবারের কিছু অংশ বিছানায় পড়ে থাকলে পোকামাকড় আসতে পারে। আর তা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
[আরও পড়ুন: বাড়ির ছাদে মিনারেলস্ওয়ালা ওয়াটার ট্যাঙ্ক, সিলভার পি ফোর ইন্টারন্যাশনাল লাগান]
বাড়িতে পোষ্য থাকা ভাল। কিন্তু এই পোষ্য যখন বিছানায় উঠে আসে আপনার ঘুম ভাঙতে বাধ্য। তাই তাঁকে আলাদা জায়গায় বিছানা করে দেওয়াই ভাল। আপনিও শান্তিতে ঘুমোন, সেও শান্তিতে ঘুমোক।
অনেকেই বাড়ি ফিরে টাকা রাখার ব্যাগটি বিছানায় রেখে দেন। এমন কাজ কখনও করবেন না। কারণ জামাকাপড় রোজ পরিষ্কার করা হয়, কিন্তু ব্যাগ কালেভদ্রে পরিষ্কার করা হয়। ফলে এই জিনিসটি তুলনামূলকভাবে বেশি নোংরা থাকে।
অনেকের শোয়ার সময় বই পড়ার অভ্যাস থাকে। কিন্তু টেবিলল্যাম্প জ্বালিয়ে বই পড়া চোখের পক্ষে ক্ষতিকর। আবার বইয়ে মগ্ন হয়ে গেলে ঘুমেরও ব্যাঘাত হয়।