সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে রেফারির সঙ্গে দুর্ব্যবহারের জন্য প্রাক-বিশ্বকাপের চারটি ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিকে পাবে না আর্জেন্টিনা। চার ম্যাচের জন্য তাঁকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিল ফিফা। নির্বাসনের কারণে ভারতীয় সময়ে মঙ্গলবার মধ্যরাতে বলিভিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিহীন আর্জেন্টিনা মাঠে নামবে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ফিফার সিদ্ধান্তে মাথায় হাত আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের। শুধু নির্বাসনই নয়, ৮,১০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে এলএম ১০-কে।
[সুনীলের গোলে এশিয়া কাপ কোয়ালিফায়ার রাউন্ডে মায়ানমার জয় ভারতের]
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার চিলির বিরুদ্ধে ম্যাচের সময়। লাইন্সম্যান মাইকেল ফান গাস্সেকে মাঠের মধ্যেই অশ্রাব্য গালিগালাজ করার অভিযোগ ওঠে মেসির বিরুদ্ধে। মেসির পেনাল্টি থেকে করা গোলের সুবাদে চিলিকে গুরুত্বপূর্ণ ম্যাচে হারায় আর্জেন্টিনা। প্রাক-বিশ্বকাপে লাতিন আমেরিকার গ্রুপে খুব একটা আশাব্যঞ্জক জায়গায় নেই মেসিরা। চিলি ম্যাচে জয় কিছুটা স্বস্তি দিয়েছিল নীল-সাদা ব্রিগেডকে। কিন্তু ফিফার এই সিদ্ধান্ত স্বভাবতই মাথায় বাজ ফেলেছে আর্জেন্টিনার। ফিফার মতে, সহকারি রেফারিকে সরাসরি অশালীন ভাষায় আক্রমণ করেছেন মেসি। বলিভিয়া ম্যাচ ছাড়া পরবর্তী উরুগুয়ে, ভেনেজুয়েলা এবং পেরু ম্যাচেও মেসি খেলতে পারবেন না। পরের বছর রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ এবার বিশ বাঁও জলে পড়ল ফিফার সিদ্ধান্তে। কারণ, তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কলম্বিয়া, ইকুয়েডর এবং চিলি। প্রত্যেকেই ৬টি করে ম্যাচ জিতে রয়েছে। পয়েন্টের ফারাক বেশি নয়। ফিফার সিদ্ধান্তে দুনিয়া জোড়া মেসি ফ্যানদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে তা বলাই বাহুল্য।
[মাঠের বাইরেও আর অজিদের সঙ্গে বন্ধুত্ব নয়: বিরাট]
The post আর্জেন্টিনার মাথায় হাত, চার ম্যাচের জন্য নির্বাসিত মেসি appeared first on Sangbad Pratidin.