shono
Advertisement

সুরাপ্রেমীদের জন্য সুখবর! আগামী মাসেই রাজ্যে কমতে পারে মদের দাম

এই বিশেষ মদের দাম অবশ্য বাড়বে।
Posted: 06:47 PM Aug 26, 2021Updated: 10:42 PM Aug 26, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুরাপ্রেমীদের জন্য সুখবর! আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে কমতে পারে মদের (Foreign Liquor) দাম। এই পথেই রাজ্য সরকার হাঁটছে বলে খবর। সেই লক্ষ্যেই মদের উপর চাপানো কর পরিকাঠামো্য় বদল আনতে চায় রাজ্য। ইতিমধ্যে অর্থদপ্তরে সেই নয়া কর কাঠামোর খসড়া জমা করেছে আবগারি দপ্তর। এমনটাই খবর সরকার সূত্রে।

Advertisement

করোনা আবহে (COVID-19) একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে মদের দাম। বিশেষ করে বেড়েছে বিদেশি মদের দাম। ফলে মদবাবদ রাজস্ব আদায় কিছুটা কমেছে বলেও দাবি। কমে যায় মদের বিক্রিও। পাশাপাশি, অন্যান্য রাজ্য থেকে চোরাপথে বাংলায় মদ ঢুকছে বলে খবর মেলে। এবার সেই পরিস্থিতিতে বদল আনতে চাইছে রাজ্য প্রশাসন। তাই অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করে এবার মদের দাম কমানোর পথে হাঁটছে রাজ্য সরকার।

[আরও পড়ুন: দক্ষ সিস্টারদের ‘প্র্যাকটিশনার নার্স’ পদে উন্নতি, ডাক্তারের অভাব মেটাতে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর]

 

সূত্রের খবর, আবগারি দপ্তর মদের উপরে নতুন করের কাঠামো তৈরি করে অর্থদপ্তরের কাছে পাঠিয়েছে। যদি অর্থদপ্তর নতুন কর কাঠামোকে ছাড় দেয়, তবেই কমবে মদের দাম। তাহলে আগামী মাসের মধ্যেই মদের দাম কমে যাবে বলে মনে করছেন দপ্তরের আধিকারিকরা। এ প্রসঙ্গে বলে রাখা ভাল, রাজ্য সরকার নয়া কর পরিকাঠামো গ্রহণ করলে রাম, হুইস্কি, স্কচের মতো মদের দাম কমবে। তবে বাড়বে দেশীয় মদের দাম। প্রায় ১০০-২০০ টাকা বাড়তে পারে এ ধরনের মদের দাম।

[আরও পড়ুন: সদ্য মা হওয়া সাংসদ Nusrat Jahan’কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee]

গতবার লকডাউনের সময়ও লম্বা লাইন পড়েছিল মদের দোকানে (Liquor shops)। কেউ কেউ তো আবার মদের জ্বালা ভুলতে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার খেয়ে বেঘোরে প্রাণও দিয়েছেন। সুরাপান নিয়ে গোটা দেশে যৌথসমীক্ষা চালায় ICRIER এবং আইনি পরামর্শদাতা সংস্থা পিএলআর চেম্বার্স। তাতেই এ রাজ্য সম্পর্কে এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। সমীক্ষা বলছে, মদ্যপানের নিরিখে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। প্রথমে যোগীরাজ্য উত্তরপ্রদেশ। এ রাজ্যের প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষ সুরা পান করেন। তাই এ বিভাগ থেকে আসে প্রচুর রাজস্বও। সমীক্ষার ফল বলছে, মদ এ রাজ্যে শীর্ষ তিনটি কর বাবদ আদায়ের অন্যতম একটি। তবে সম্প্রতি মদের দামের মডেল পরিবর্তন করা হয়। যার জেরে ইন্ডিয়ান মেড ফরেন লিকারের দাম পরিবর্তন হয়েছে। তার জেরে বেশ কিছুটা কমেছে বিদেশি মদের বিক্রি। তবু সুরাপান বিরতি নেই এ রাজ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার