নন্দিতা রায়, নয়াদিল্লি: রামমন্দির উদ্বোধনে ব্রাত্য নন বর্ষীয়ান বিজেপি নেতা তথা রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ লালকৃষ্ণ আডবাণী। ২২ জানুয়ারি অযোধ্যায় মন্দির উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন তিনি। ৯৬ বছর বয়সী আডবাণীকে অযোধ্যায় নিয়ে যাওয়ার জন্য যা যা বন্দোবস্ত করা দরকার, সবটাই করছে বিশ্ব হিন্দু পরিষদ।
রামমন্দির আন্দোলনের পুরোধা ছিলেন গেরুয়া শিবিরের ‘লৌহপুরুষ’। তাঁর রথযাত্রা কর্মসূচিতেই উত্তাল হয়েছিল গোটা দেশ। এর পরেই করসেবকদের আবেগের বিস্ফোরণ এবং বাবরি মসজিদ ধ্বংসের ঐতিহাসিক ঘটনা। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ যেখানে গড়ে উঠেছে মন্দির। অথচ সেই লালকৃষ্ণ আডবাণীকেই মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রণ জানাতে চায়নি রাম জন্মভুমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। একই ভাবে মুরলী মনোহর যোশীকেও ট্রাস্টের তরফে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
[আরও পড়ুন: ‘কেউ কারও বিরুদ্ধে প্রকাশ্যে বললে ছেঁটে ফেলা হবে’, অভিষেককে পাশে নিয়ে বার্তা মমতার]
ট্রাস্টের বক্তব্য ছিল, আডবাণী এবং যোশী বৃহত্তর গেরুয়া পরিবারের প্রবীণ সদস্য। তাঁদের বয়সের বিষয়টি বিবেচনা করেই উদ্বোধনের দিন তাঁদের আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবর ঠাওর হতেই বিরাট বিতর্ক শুরু হয়ে যায়। পরে সমালোচনার মুখে পড়ে বিশ্ব হিন্দু পরিষদের তরফে আডবাণী এবং যোশীকে আমন্ত্রণ জানানো হয়। বিশ্ব হিন্দু পরিষদের কার্যনিবাহী সভাপতি অলোক কুমার গিয়ে তাঁদের আমন্ত্রণ জানিয়ে আসেন।
[আরও পড়ুন: মমতার নির্দেশে পদ হারালেন কেশিয়াড়ির ব্লক সভাপতি, বাড়তি দায়িত্ব মানস ভুঁইয়ার]
সেই অলোক কুমারই এবার নিশ্চিত করলেন, মন্দির উদ্বোধনে যাবেন আডবানী। সংবাদসংস্থা ANI-কে তিনি বলেন, ৯৬ বছর বয়সী আডবাণীকে অযোধ্যায় নিয়ে যেতে গেলে কিছু কিছু চিকিৎসা সংক্রান্ত বন্দোবস্ত করতে হবে। সেগুলি করা হয়েছে। আডবাণীজি রাম মন্দির আন্দোলনের দুই পথিকৃত। প্রাণ প্রতিষ্ঠার দিন তিনি অযোধ্যায় থাকবেন। মুরলী মনোহর যোশী এবং উমা ভারতীও মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় থাকবেন বলে সূত্রের খবর।