shono
Advertisement

ড্রাগন বাঁচাতে পর্যটনে রাশ, আর্থিক ক্ষতি হলেও দৈত্যাকার প্রাণীর পাশে প্রশাসন

দ্বীপগুলিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করার কথা ভাবছে স্থানীয় প্রশাসন৷ The post ড্রাগন বাঁচাতে পর্যটনে রাশ, আর্থিক ক্ষতি হলেও দৈত্যাকার প্রাণীর পাশে প্রশাসন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:40 PM Jul 24, 2019Updated: 01:43 PM Jul 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির প্রতিটি সন্তানের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুন্দর, সুস্থ৷ আদিকালে অন্তত তাই-ই ছিল৷ সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য বন্ধুত্ব কমে প্রতিযোগিতা বেড়েছে৷ যোগ্যতমের উদবর্তন তত্ত্বে দুর্বলকে ধরাশায়ী করেছে সবল৷ আর নগরসভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে চারপেয়েদের বাসভূমি কেড়ে নিয়েছে দু’পেয়ের দল৷ সহাবস্থানের বদলে দ্বন্দ্বে দীর্ণ হয়েছে প্রাণিজগৎ৷ ফলত আরও অনেক বন্যপ্রাণের মতো বিপাকে পড়েছে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী প্রাণী কমোডো ড্রাগন৷ বিশ্বের সর্ববৃহৎ, বিষাক্ত সরীসৃপ৷

Advertisement


[আরও পড়ুন: ‘পুলওয়ামা হামলায় জড়িত কাশ্মীরিরা, পাকিস্তানের যোগ নেই’, দায় এড়ালেন ইমরান]

সৈকতঘেরা দেশ ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলের কয়েকটি দ্বীপে এই কমোডো ড্রাগনদের৷ বালির উপর দিয়ে বড়সড় জীবটির চলাফেরা একেবারে রাজকীয়৷ আবার এদের বিষধর, লকলকে জিভে ভয়ংকর বিষাক্ত৷ এক লেহনেই জীবনের ইতি৷ এপর্যন্ত শুনে মনে হতে পারে, এমন ঘাতক প্রাণীর বিনাশ দ্রুত হলে তো মঙ্গল৷ কিন্তু না, এখানেই মস্ত বড় ভুল৷
এসব দ্বীপের আদি বাসিন্দারা বলছেন, কমোডো ড্রাগনদের সঙ্গে তাঁদের বেশ সুসম্পর্ক৷ এখানে তাঁরা নিজেদের অধিকারের চেয়ে ড্রাগনদের অধিকারের দিকটাই বেশি দেখেন৷ কারণ, তাঁরা মনে করেন যে দ্বীপগুলি ওই প্রাণীদেরই বাসযোগ্য৷ কিন্তু ইদানিং বাইরে থেকে যারা বিশ্বের এই আশ্চর্য প্রাণীদের দেখতে যান, তাঁরা সমস্ত পরিবেশ নষ্ট করে দিচ্ছেন৷ যাতে এলাকার প্রকৃতিও নষ্ট হচ্ছে৷ তাই স্থানীয় প্রশাসনের দাবি, এবার থেকে পূর্ব ইন্দোনেশিয়ার দ্বীপগুলিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হোক৷ এই মর্মে ইন্দোনেশিয়া প্রশাসনের কাছে আরজি জানানো হয়েছে৷

স্থানীয় গভর্নর ভিক্টর লাইসকোডেট বলছেন, ‘ইউনেস্কোর হেরিটেজ তকমাপ্রাপ্ত এই কমোডো দ্বীপের নাম ড্রাগনদের নামেই৷ তার ঐতিহ্য বজায় রেখে ২০২০ সালে বাইরের পর্যটকদের আসা আমরা বন্ধ করতে চলেছি৷’ এমনকী নতুন করে পর্যটকের আকর্ষণের জন্য তৈরি হওয়া ভবনগুলিও ভেঙে দেওয়ার কথা ভাবা হচ্ছে৷ যাতে ফের আগের পরিবেশ ফিরিয়ে দেওয়া হয়৷ কমোডো ড্রাগনদের জন্য তৈরি পার্কে প্রবেশাধিকারের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ আরোপিত হয়েছে৷ মোদ্দা কথা, ওদের পরিবেশ ওদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি নিচ্ছে স্থানীয় প্রশাসন৷ বাকিটা সর্বোচ্চ প্রশাসনের অনুমতির উপর নির্ভরশীল৷

[আরও পড়ুন:আমেরিকার কাছে জঙ্গি সংগঠনের অস্তিত্ব লুকিয়েছে পাকিস্তান! স্বীকারোক্তি ইমরানের ]

The post ড্রাগন বাঁচাতে পর্যটনে রাশ, আর্থিক ক্ষতি হলেও দৈত্যাকার প্রাণীর পাশে প্রশাসন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement