সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের ভরাবাজারে অস্ট্রেলিয়া ক্রিকেট তোলপাড়। সেই দেশের তৃতীয় ডিভিশনের একটি ক্লাব ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে। শেষ ওভারের ছয় বলে ছয় উইকেট তুলে অর্থাৎ জোড়া হ্যাটট্রিকের সৌজন্যে ক্রিকেট দুনিয়ার কাছে পরিচিতি পেলেন গ্যারেথ মর্গ্যান। তবে অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে এক ওভারে ছয় উইকেট নেওয়ার ঘটনা এই প্রথম নয়। অতীতে এক ওভারে ছ’টি উইকেট নেওয়ার নজিরও আছে। ২০১৭ সালের জানুয়ারিতে এক ওভারে অ্যালেড ক্যারি ছ’টি উইকেট নিয়েছিলেন।
কারারা কমিউনিটি সেন্টারে গোল্ড কোস্ট প্রিমিয়র লিগের তৃতীয় ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল মুদগিরাবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব এবং সারফার্স প্যারাডাইস। ৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৮ রানে অলআউট হয়ে গিয়েছিল মুদগিরাবা। মাত্র ১৭৯ রান চেজ করতে নেমে ভালো জায়গায় ছিল সারফার্স। ৩৯ ওভারের শেষে সারফার্স ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলে ফেলেছিল। সবাই ধরে নিয়েছিলেন যে, মুদগিরাবার জেতার আর কোনও সম্ভাবনাই নেই। তবে শেষ ছয় বলে ছয় উইকেট নিয়ে মর্গ্যান বাজিমাত করলেন।
[আরও পড়ুন: রাতের আহমেদাবাদে রাস্তায় কী করছেন রহমনুল্লাহ? ভাইরাল ভিডিও দেখলে চোখ কপালে উঠবে]
কেমন ছিল শেষ ওভারের অভিজ্ঞতা? মর্গ্যান বলছিলেন, “শেষ ওভার বোলিং শুরু করার আগে আম্পায়ার আমার দিকে তাকিয়ে বলছিলেন, আর কোনও আশা নেই। তবুও তুমি চেষ্টা করো। সেই ওভারে প্রথম হ্যাটট্রিক করার পর অবশ্য আম্পায়ার আমার দিকে ফের এগিয়ে আসেন। এবং বলেন শেষ ওভারে হ্যাটট্রিক দারুণ ব্যাপার। কিন্তু জোড়া হ্যাটট্রিক করা মোটেও সহজ নয়। তবে আমি বাকি তিন বলে তিন উইকেট নিতেই সেই আম্পায়ার আমার দিকে অবাকভাবে তাকিয়ে ছিল। বিপক্ষের ক্রিকেটাররাও বুঝে উঠতে পারছিল না তাদের সঙ্গে কী ঘটে গেল!”
প্রথম বলেই জেক গারল্যান্ডকে আউট করেন মর্গ্যান। দ্বিতীয় বলে আউট হন কোন্নর ম্যাথিসন। তৃতীয় বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান মাইকেল কুর্তিন। চতুর্থ বলে আউট হন ওয়েড ম্যাকডুগল। পঞ্চম বলে আউট করেন রিলে এককার্লস্লেকে। শেষ বলে ব্রডি ফ্রেলানকে আউট করে দেন মর্গ্যান। ফলে ৪ উইকেটে ১৭৪ রান থেকে ১৭৪ রানে অলআউট হয়ে যায় সারফার্স। মর্গ্যানের দাপুটে বোলিংয়ের উপর ভর করে ৪ রানে ম্যাচ জিতে নেয় মুদগিরাবা। মর্গ্যানের বোলিং ফিগার ছিল দেখার মতো ৭-১-১৬-৩।