সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শক্তিগড় স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনার জেরে বৃহস্পতিবার সকালেও বিপর্যস্ত রেল পরিষেবা। নাকাল নিত্যযাত্রীরা। একদিকে যেমন হাওড়া-বর্ধমান ডাউনে লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে বিভিন্ন এক্সপ্রেস। তেমনই আবার দূরপাল্লার একাধিক ট্রেনও রাত থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে। সবমিলিয়ে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চূড়ান্ত সমস্যায় যাত্রীরা।
[আরও পড়ুন: ‘মুসলমান মাত্রই বদের হাড্ডি…’, ‘দ্য কেরালা স্টোরি’ দেখে মতামত জানালেন তসলিমা]
সমস্যার সূত্রপাত বুধবার রাতে ৯টা ২০ মিনিট নাগাদ। রাত নটা নাগাদ বর্ধমান স্টেশন ছেড়ে শক্তিগড়ের দিকে রওনা দেয় বর্ধমান-ব্যান্ডেল লোকাল। শক্তিগড় স্টেশন থেকে ২৫০ মিটার দূরে লাইনচ্যুত হয় লোকালটি। সূত্রের খবর, পাশের লাইনে থাকা মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। লোকালটি ৩ নম্বর লাইন থেকে ৭ নম্বর লাইনে চেঞ্জ করার সময় বিপত্তি ঘটে। একই লাইনে দুটি ট্রেন চলে এসেছিল। একটি মালগাড়ি ও একটি প্যাসেঞ্জোর ট্রেন একই লাইনে চলে আসার ফলে দুর্ঘটনা ঘটে। সিগন্যালের সমস্য়ার জেরে এই বিপত্তি বলে মনে করছে রেলদপ্তর। যার জেরে ট্রেনের সামনের বগিটি লাইন থেকে সরে যায়। এদিকে ট্রেনের গতি বেশি না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। সমস্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে যায়। প্রাণহানি বা সম্পত্তিহানির ঘটনা ঘটেনি।
[আরও পড়ুন: ‘প্রশাসক মুখ্যমন্ত্রীকে কড়া হতেই হয়’, কুণালের সঙ্গে সাক্ষাতের পর বললেন শুভাপ্রসন্ন]
বৃহস্পতিবার সকাল পর্যন্ত লাইন ও লাইনচ্যুত কামরাটি সারানোর কাজ চলছে। ফলে মেল ও এক্সপ্রেস সিঙ্গল লাইন দিয়ে চালানো হচ্ছে। এদিকে মেমারি থেকে মশাগ্রাম পর্যন্ত ডাউন ট্রেন চলাচল বন্ধ। কর্ড লাইন দিয়ে বেশকিছু লোকাল চালানো হচ্ছে। এদিকে আসানসোল-হাওড়া আপ-ডাউন এক্সপ্রেস বাতিল হয়েছে। বাতিল হয়েছে ধানবাদগামী ট্রেনও। একাধিক স্টেশনে দূরপাল্লা ট্রেন দাঁড়িয়ে। গলসিতে সকাল অবধি আটকে ছিল ডাউন মোকামা প্যাসেঞ্জার। মধুপুর আটকে ডাউন কুম্ভ এক্সপ্রেস। রাত থেকে বর্ধমানে দাঁড়িয়ে শক্তিপুঞ্জ এক্সপ্রেস। ফলে সমস্যা পড়েছেন যাত্রীরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল।