সুমন করাতি, হুগলি: গার্ডেনরিচ কাণ্ডের ক্ষত এখনও টাটকা। এরই মাঝে হুগলির উত্তরপাড়ার(Uttarpara) ১৫ নম্বর ওয়ার্ডে বেআইনি নির্মাণের অভিযোগ। আইনের তোয়াক্কা না করে সাততলা বাড়ি তৈরি করা হয়েছে বলে দাবি। যা আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
গার্ডেনরিচ (Garden Reach) কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি নির্মাণের অভিযোগ উঠছে। একই ছবি উত্তরপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের বি কে স্ট্রিটের। বছরখানেক আগে ওই এলাকায় একটি একতলা বাড়িতে রাতারাতি কাজ শুরু করা হয়। তা সাততলা হয়ে যায় চোখের নিমেষে। অভিযোগ, ওই বাড়িটিকে সাততলা করার কোনও বৈধ অনুমতি নেই। গার্ডেনরিচ কাণ্ডের পর ওই বাড়ি নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, কীভাবে পুরসভার অনুমতি ছাড়া এই বেআইনি নির্মাণ হল? এই ঘটনায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, বাড়ি বাড়ি থেকে ট্যাক্স আদায়ের দিকে পুরসভার নজর থাকলেও বেআইনি নির্মাণের বিষয় উদাসীন পুর-প্রশাসন।
[আরও পড়ুন: দাসপুরে কর্মীদের সঙ্গে চায়ে পে চর্চা দেবের, ‘এবার বেশি মার্জিনে জিতব’, আত্মবিশ্বাসী স্টার প্রার্থী]
এই বিতর্কিত বাড়ি নিয়ে প্রশ্ন করা হলে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান, তাঁরা ইতিমধ্যেই ওই বাড়িটির বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলার নির্দেশ জারি করেছেন। পুরসভায় একটি হিয়ারিং ও ডাকা হয়। এখন মানুষের প্রশ্ন, গার্ডেনরিচের ঘটনার পর কি আদৌও ঘুম ভাঙবে প্রশাসনের? পুরসভা কি শুধুমাত্র বেআইনি অংশ ভাঙার নির্দেশ দিয়েই দায় সারতে পারে? প্রসঙ্গত, ১৭ মার্চ কলকাতার গার্ডেনরিচে ঘটে গিয়েছে ভয়ংকর কাণ্ড। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে নির্মীয়মাণ বহুতল। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে ১১ জনের।