shono
Advertisement

রাজভবনের জটিলতা, চলতি মাসে শপথ নয় নবনির্বাচিত বিধায়ক নির্মলচন্দ্র রায়ের

কবে হবে শপথ, এখন ধোঁয়াশা।
Posted: 02:33 PM Sep 28, 2023Updated: 02:37 PM Sep 28, 2023

স্টাফ রিপোর্টার: স্রেফ রাজভবনের (Rajbhaban) ‘অনৈতিক সিদ্ধান্ত’ আর ‘গোঁয়ার্তুমি’র জেরে ভোটে জেতার প্রায় একমাস পরও শপথ নিতে পারছেন না ধূপগুড়ির (Dhupguri) বিধায়ক নির্মলচন্দ্র রায়। চলতি মাসের ৫ তারিখ উপনির্বাচন এবং ৮ সেপ্টেম্বর ফলপ্রকাশ হলেও এই মাসে তাঁর শপথগ্রহণ কার্যত অসম্ভব। এমনকী আগামী মাসের প্রথম দু-তিন দিনেও শপথ অনুষ্ঠান আয়োজন হবে না। বৃহস্পতিবার সরকারি ছুটি। মাঝে একদিন শুক্রবার। পরে শনি ও রবিবার এবং সোমবার ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতেও (Gandhi Birthday) ছুটি।

Advertisement

স্বভাবতই চলতি মাস দূরের কথা, অক্টোবরের গোড়াতেও হচ্ছে না নবনির্বাচিত বিধায়কের শপথ। কবে নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ হতে পারে, তা বুধবার সন্ধ‌্যা পর্যন্তও চরম ধোঁয়াশায় ঢাকা। বিধানসভায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়ী বিধায়ক (MLA) নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণের অনুমতি চেয়ে বৃহস্পতিবার রাজ‌্যপালকে চিঠি দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ‌্যায়। কিন্তু সেই চিঠির ২৪ ঘণ্টা পরও রাজভবন থেকে কোনও উত্তর আসেনি। এর আগে স্পিকারকে এড়িয়ে ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের জন‌্য রাজভবন থেকে নির্দেশ দেওয়া হলেও সেই শপথগ্রহণ হয়নি। কারণ, ডেপুটি স্পিকার রাজ‌্যপালের এই স্পিকারকে (Speaker) না জানিয়েই ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত মেনে নেননি।

[আরও পড়ুন: ৭ বছর পর ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দল, হায়দরাবাদে ‘উষ্ণ অভ্যর্থনা’ বাবরদের

বস্তুত এর পরই শাসক পরিষদীয় দলের অনুরোধ মেনে রাজবংশী সম্প্রদায় থেকে নির্বাচিত নির্মলচন্দ্রের শপথ নিয়ে রাজ‌্যপালকে চিঠি দেন স্পিকার। কিন্তু এদিনও স্পিকারের সেই চিঠির উত্তর আসেনি। অন‌্যদিকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায়ও ধূপগুড়ির বিধায়কের শপথ নিয়ে রাজ‌্যপালকে চিঠি দিয়েছিলেন। এদিন মাত্র এক লাইনে সেই চিঠির উত্তর দিয়েছেন রাজ‌্যপাল। লিখেছেন, ‘‘আপনি যে বিষয়টি লিখেছেন, তা নিয়ে আমি মুখ‌্যমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছি।’’

[আরও পড়ুন: Mamata Banerjee: মমতাকে নিশানা করে অন্যায় করছেন অধীর, ক্ষোভ শরদ পওয়ারের]

এদিকে বিধানসভা (Assembly) ভবনে নয়া উৎপাত শুরু হয়েছে শ’দুয়েক ধেড়ে ইঁদুরের (Rats)। বিশাল বিশাল সাইজের ইঁদুর শাসকদল থেকে শুরু করে বিরোধী দলনেতার ঘরেও দাপিয়ে বেড়াচ্ছে। বহু মূল‌্যবান নথি ইঁদুরবাহিনী নষ্ট করে দিতে পারে বলে আতঙ্ক ছড়িয়েছে। গোটা বিষয়টি নিয়ে বিরক্ত স্পিকার বিমান বন্দ্যোপাধ‌্যায় পূর্ত দপ্তরকে খবর দিয়ে দ্রুত ব‌্যবস্থা নিতে বলেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement