shono
Advertisement
Lok Sabha 2024

'থালা বাজান, ড্রাম বাজান', মহিলাদের অনুরোধ মোদির, এবার কেন?

করোনার সময় বাড়িতে বাড়িতে থালাবাসন বাজানোর নিদান দিয়েছিলেন মোদি।
Published By: Subhajit MandalPosted: 08:51 PM May 21, 2024Updated: 08:51 PM May 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার সময় বাড়িতে বাড়িতে থালাবাসন বাজানোর নিদান দিয়েছিলেন। আবার রামমন্দির তৈরির দিনও একই রকম অনুরোধ করেছিলেন দেশবাসীকে। ফের মহিলাদের থালাবাসন বাজাতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে এবার গোটা দেশের মহিলাদের নয়। প্রধানমন্ত্রী থালা বাজানোর অনুরোধ করলেন নিজের কেন্দ্র বারাণসীর মহিলাদের।

Advertisement

আসলে চলতি লোকসভায় (Lok Sabha 2024) মোটের উপর ভোটের হার অনেকটাই কম। যা বিজেপির জন্য চিন্তার কারণ। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আত্মতুষ্টির জেরে বিজেপি কর্মীরা অনেকে নিষ্ক্রিয়। ফলে ভোটাররা ভোটকেন্দ্র পর্যন্ত যাচ্ছেন না। তাতেই চাপ বাড়ছে মোদির। প্রধানমন্ত্রী চাইছেন যেনতেন প্রকারে ভোটের হার বাড়াতে। সেকারণেই মহিলাদের ভোটের হার বাড়াতে অনুরোধ করলেন মোদি। একই সঙ্গে মহিলা ভোটারদের বিজেপির দিকে টানারও চেষ্টা করলেন।

[আরও পড়ুন: ‘এমনি জিতে যাব…’, ঘাটালের ভোটের আগেই আত্মবিশ্বাসী দেব]

নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে মোদি বললেন, "২০-২৫ জন মহিলা একত্রিত হন। ড্রাম-থালা এসব বাজাতে বাজাতে ভোটকেন্দ্রে যান। সঙ্গে গানও গাইবেন। আমরা যদি প্রত্যেকটা ভোটকেন্দ্রে এরকম ৮-১০টা মিছিল করতে পারি, তাহলেই ভোটের হার বেড়ে যাবে।" মঙ্গলবার বারাণসীতে মহিলা ভোটারদের সমাবেশেই ভাষণ দিচ্ছিলেন।

[আরও পড়ুন: ‘রাম-রহিম, কেষ্ট-বিষ্টু কাউকে ছাড়ি না’, সন্দেশখালি ইস্যুতে বসিরহাটে দাঁড়িয়ে বললেন মমতা]

শুধু ভোটের হার বাড়ানো নয়, মহিলা ভোটারদের বিজেপির দিকে টানতে মোদি মনে করিয়েছেন মুলায়ম সিং যাদবের পুরনো একটি মন্তব্য। মোদি বললেন, "বিরোধীরা মহিলা বিরোধী। বিরোধীরা ক্ষমতায় এলে যদি মহিলাদের সঙ্গে কিছু হয়, তাহলে ওরা বলবে ছেলেরা এমন ভুল করতেই পারে। যোগীজির রাজত্বে এরম করে দেখাক তো!" ২০১৪ সালে মুলায়ম সিং যাদব একবার ধর্ষণ নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন। সপার প্রতিষ্ঠাতা সেসময় বলেন, "ছেলেরা ভুল করতেই পারে।" মুলায়মের সেই মন্তব্যকেই এদিন হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • করোনার সময় বাড়িতে বাড়িতে থালা বাসন বাজানোর নিদান দিয়েছিলেন।
  • ফের মহিলাদের থালাবাসন বাজাতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • প্রধানমন্ত্রী থালা বাজানোর অনুরোধ করলেন নিজের কেন্দ্র বারাণসীর মহিলাদের।
Advertisement